আলোর রোশনাইয়ে সেজে উঠেছে গোটা শহর। ঝলমলে আলোয় সেজে উঠেছে গির্জা, ক্রিসমাস ট্রি, হাজার রকমের গিফট, রকমারি কেক এই সব মিলিয়েই পরিপূর্ণ আজকের দিন। ২৫ ডিসেম্বর, বাঙালির প্রিয় ক্রিসমাস উৎসব। বর্ষশেষে  এই বড়দিনের জন্য গোটা একটা বছর মুখিয়ে থাকেন ছোট থেকে বড় সকলেই। বি-টাউনের তারকারাও ক্রিসমাস সেলিব্রেশনে মেতেছেন। কেউ ধ্যানমগ্ন সান্তা তো কেউ আবার কার্টুন। বলি তারকাদের ক্রিসমাস সেলিব্রেশনের ছবিটা দেখে নিন একনজরে। 

আলোর রোশনাইয়ে সেজে উঠেছে গোটা শহর। ঝলমলে আলোয় সেজে উঠেছে গির্জা, ক্রিসমাস ট্রি, হাজার রকমের গিফট, রকমারি কেক এই সব মিলিয়েই পরিপূর্ণ আজকের দিন। ২৫ ডিসেম্বর, বাঙালির প্রিয় ক্রিসমাস উৎসব। বর্ষশেষে এই বড়দিনের জন্য গোটা একটা বছর মুখিয়ে থাকেন ছোট থেকে বড় সকলেই। বি-টাউনের তারকারাও ক্রিসমাস সেলিব্রেশনে মেতেছেন। কেউ ধ্যানমগ্ন সান্তা তো কেউ আবার কার্টুন। বলি তারকাদের ক্রিসমাস সেলিব্রেশনের ছবিটা দেখে নিন একনজরে।

দিনকয়েক আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন করিনা কাপুর খান। বড়দিনটা ছেলেদের থেকে আলাদা থাকতে হবে এটা মেনেই মনখারাপ হয়েছিল। যদিও সদ্যই করোনা মুক্ত হয়েছেন করিনা কাপুর খান । আর তাই তো দুই সন্তান তৈমুর ও জেহ এবং স্বামী সইফ আলি খানের সঙ্গে একটি ডুডল ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সকলকে বড়দিনের শুভচ্ছে জানিয়েছেন করিনা কাপুর খান। ছবিতে দেখা যাচ্ছে, কাঁচের গ্লোব বল্গা হরিণ, পাশাপাশি সান্তার ঝোলা ভরা উপহার। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এই ছবি।

View post on Instagram

ক্রিসমাস সেলিব্রেশনে একেবার অন্যরকম মুডে রয়েছেন বলিউডের ফিটনেস ফ্রিক অভিনেত্রী শিল্পা শেট্টি। সাদা সোয়েটার, কালো প্যান্ট, মাথায় সান্তার টুপি পরে ক্রিসমাস ট্রি-র সামনে ধ্যানমগ্ন হয়ে ছবি পোস্ট করেছেন শিল্পা শেট্টি। ঝড়ের গতিতে ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

View post on Instagram

বড়দিনের সকল ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। নিজেই সান্তা বেশে ভালবাসা জানিয়ে সকলকে ক্রিসমাসের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন অমিতাভ বচ্চন।

View post on Instagram

সকলের চেয়ে পুরোপুরি অন্য মুডে দেখা গিয়েছে বলি অভিনেত্রী তাপসী পান্নুকে। পুরোপুরো দেশি গার্ল লুকে ধরা দিয়েছেন তাপসী। পিছনে বড় সুন্দর করে সাজানো ক্রিসমাস ট্রি। আর তার ঠিক সামনেই ঘিয়ে রঙের শাড়ি ও লাল ব্লাউজ পরে সমস্ত অনুরাগীদের বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন তাপসী পান্নু।

View post on Instagram

ক্রিসমাস সেলিব্রেশনে মেতেছেন শাহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপুত। ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি মজার পোস্ট করেছেন মীরা কাপুর। পোস্টে জানিয়েছেন, তার পুরোনো ক্রিসমাস ট্রি-বেমালুম হারিয়ে গেছে। তাই বাধ্য হয়েই শেষমুহূর্তে একটি নয়া ক্রিসমাস ট্রি কিনে এনেছেন। মীরা আরও জানিয়েছেন, ছেলে এই ক্রিসমাস ট্রি সাজাতে সাহায্য করেছে। এছাড়াও বড়দিন উপলক্ষ্যে একটি ছোট পার্টির আয়োজন করেছেন শাহিদ কাপুর পত্নী মীরা।

View post on Instagram


বর্ষশেষে সম্পর্কে ইতি টেনেছেন বলিউডের প্রাক্তন মিস ইউনিভার্স তথা বাঙালি কন্যা সুস্মিতা সেন এবং তার প্রেমিক রহমান শল। বর্তমানে এই খবর নিয়েই উত্তাল সোশ্যাল মিডিয়া। রাখঢাক, লুকোছাপা তিনি পছন্দ করেন না, এটা সকলেরই জানা। অভিনেত্রী নিজেই নিজের সোশ্যাল মিডিয়ায় ব্রেক আপের খবর জানিয়েছেন ভক্তদের। বড়দিন সেলিব্রেশনে মেতেছেন সুস্মিকা সেন। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় কাঁচের তৈরি একটি সুবিশাল বল্গা হরিণের মূর্তির সামনে দাঁড়িয়ে ছবিতে পোজ দিয়েছেন সুস্মিতা সেন। যেখানে কালো টপ, জিন্স, কালো লং কোট এবং মাথায় কালো টুপি পরে দেখা গেছে সুস্মিতাকে। নিজের এই ছবি পোস্ট করেই ভক্তদের বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন সুস্মিতা সেন।

View post on Instagram

বলিউডের গায়ক রাহুল বৈদ্য ও তার স্ত্রী দিশা পারমারও সকলকে সোশ্যাল মিডিয়ায় বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন। পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, দিশার গালে চুম্বন করছেন রাহুল অন্যদিকে ক্যামেরায় দিকে এক গাল হাসি নিয়ে তাকিয়ে রয়েছেন দিশা। নিজেদের রোম্যান্টিক ছবি দিয়েই ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের নয়া দম্পতি।

View post on Instagram