সংক্ষিপ্ত
করোনায় আক্রান্ত পরিচালক মধুর ভান্ডারকর, করোনায় আক্রান্ত হয়ে এবার হাসপাতালে ভর্তি হলেন বাহুবলি খ্যাত অভিনেতা সত্যরাজ।
বছর ঘুরতেই ভয়ানক ছবি ধরা পড়ছে করোনার (COVID 19) । একের পর এক সেলেব করোনায় আক্রান্ত হওয়ার খবর আসছে সামনে। হয়ে গিয়েছে দ্বিতীয় ভ্যাকশিন, তবুও করোনায় আক্রান্তের বারবারন্ত চোখে পড়ছে সর্বত্র, কোথাও অসচেতনতার ছবি, কোথাও আবার কাজের সূত্রে বা পার্টি, জমায়েত ঘিরে বাড়ছে জল্পনা, এবার তেমনই ছবি বিটাউনে, একের পর এক করোনায় আক্রান্তের খবর সামনে এলেও কোথাও গিয়ে যেন এখনও স্থগিত হচ্ছে না কাজ, সচেতনতা মেনেই চলছে শ্যুটিং, তার জেরেই এবার একে একে করোনায় সংক্রমণের ঝড়। এবার করোনায় আক্রান্ত হলেন বলিউড পরিচালক মধুর ভান্ডারকর (Director Madhur Bhanderkar) । এদিন সকালেই মেলে খবর, করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হন গায়ক বিশাল দাদলানির (Vishal Dadlani) বাবা মোতি দাদলানি। বিশাল দাদলানিও আক্রান্ত করোনায়।
পরিচালক এদিন সোশ্যাল মিডিয়ার (Social Post) পাতায় লেখেন, তিনি করোনা পজিটিভ, দুটো ভ্যাকসিন দেওয়া ছিল তাঁর, তাও শরীরে মৃদু উপসর্গ দেখা গিয়েছিল, তারপরই তিনি পরীক্ষা করান, যাঁরা সম্প্রতি তাঁর সংলগ্নে এসেছেন, তাঁরা যেন দ্রুত নিজের টেস্ট করিয়ে নেন। অন্যদিকে বলিউডের পাশাপাশি দক্ষিণী ছবির (South Actor) দুনিয়াতেও আক্রান্তের সংখ্যা নেহাতই কম নয়। সদ্য খবর মিলল এবার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দক্ষিণী স্টার বাহুবলি খ্যাত অভিনেতা কাটাপ্পা অর্থাৎ সত্যরাজ।
২০২১-এর শেষ থেকেই আবারও জাঁকিয়ে বসেছে করোনা (COVID 19), ঝড়ে গতিতে বেড়ে চলেছে সংক্রমণ। সেলেব দুনিয়া (Cine World) থেকে শুরু করে সাধারণ মানুষ, আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এরই মাঝে একের পর এক সেলিব্রিটিদের করোনা পজিটিভ (Corona Positive) খবর নেট দুনিয়ার পাতায় উঠে আসতে দেখা যাচ্ছে। সিনে দুনিয়াকে ছন্দে ফেরাতে মরিয়া সেলেবমহল এবার একের পর এক করোনার জেরে গৃহবন্দি, বাড়ছে সংক্রমণ, একের পর এক একের পর এক সেলেব করোনায় আক্রান্ত হওয়ার পরই ঝড়ের গতীতে ভাইরাল হয়ে ওঠে সেই খবর, সংক্রমণের মাত্রা এতটাই দ্রুততার সঙ্গে ছড়াচ্ছে যে কোথাও গিয়ে ধীরে ধীরে বন্ধ হচ্ছে একের পর এক ছবির কাজ, পিছিয়ে যাচ্ছে ছবির মুক্তিও, বেশ কিছু ছবি পাইপলাইনে থাকলেও, বর্তমানে আবারও অনিশ্চিত সিনেদুনিয়ার ভাগ্য।