সংক্ষিপ্ত

  • মডেলিং থেকে কেরিয়ার শুরু
  • পার্ফেক্ট ফিগারেই বাজিমাত বিপাশার
  • বোল্ড লুকে স্টানিং ফিগারের রহস্য ডায়েটেই
  • কী কী পদ থাকে বাঙালি স্টারের পাতে 

বিপাশা বসু, কলকাতা থেকে বলিউডের স্বপ্ন নিয়ে টিনসেল টাউনে পাড়ি দিয়েছিলেন তিনি। একের পর এক মলেডিং শো-এর মধ্যা দিয়ে তৈরি করে নিয়েছিলেন নিজের পরিচিতি। এরপরই সুযোগ আসে বলিউড থেকে। পর্দায় প্রথম দিন যা এক কথায় বলতে গেলে ফিটনেস ট্রেন্ডে আরও বিপাশা একই রয়েছেন, তাঁর এই পার্ফেক্ট ফিগারের পেছনে রয়েছে কড়া ডায়েট। শরীর চর্চার পাশাপাশি খাবারের প্রতি বিশেষ নজর দিয়ে থাকেন বিপাশা। 

আরও পড়ুনঃ কোনও অস্বাভাবিকতা কি চোখে পড়েছিল, পুলিশি জেরার মুখে সুশান্তের শেষ ছবির নায়িকা

ভোরবেলাঃ বসু ঘুম থেকে উঠে খেয়ে থাকেন এক কাপ কফি, আমন্ড সঙ্গে গরম জল

ব্রেকফাস্টঃ সকালে ব্রেকফাস্টে পছন্দ তাঁর  ডিমের সাদা অংশ, দুধ বা ফলের রস 

লাঞ্চঃ দুপুরে পাতে থাকে অল্প ভাত, সঙ্গে ডাল, সব্জি মাছ 

বিকেলেঃ বিকেলে শরীরচর্চার আগে হালকা স্ন্যাক্স, কখনও ফল বা সেক

ডিনারঃ দুপুরে ও রাতের মেনু প্রায় একই থাকে, সব্জি, স্যালাড, চিকেন 

সাধারণত বিপাশা বসু বাড়ির তৈরি খাবারই বেশি পছন্দ করেন। অবসরে একাধিক পদ রান্না করে থাকেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভক্তদের জন্য শেয়ারও করে থাকেন বিপাশা। কষা থেকে কালিয়া, ঝাল, বাড়িতেই রান্না করে থাকেন বিপাশা।