Asianet News BanglaAsianet News Bangla

অন্তর্বাসের সেলাই খোলা, সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক দিশা

  • বলিউড সেনসেশন দিশা পাটানির এক ঝলকেই চোখ কপালে নেটিজেনের। 
  • তবে বারে বারে ট্রোলিংয়ের মুখে পড়েন অভিনেত্রী। 
  • এবারে সরাসরি তাঁর অন্তর্বাস নিয়ে ট্রোলড হলেন দিশা।
     
Disha Patani trolled again for her lingerie
Author
Kolkata, First Published Mar 27, 2020, 10:38 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

দিশা পাটানি। এমন নাম যা বলিউডের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও খুব অল্প সময় বিশেষ জায়গা করে নিয়েছেন। তাঁর অভিনয়ের দাপটের চেয়েও বেশি রয়েছে চার্ম এবং হটনেসের দাপট। যেখানে তিনি অনায়াসেই টেক্কা দিতে পারেন অন্যান্য অভিনেত্রীদের। 

আরও পড়ুনঃ'নিজেকে ভালোবাস তুমি এবার', গিটারে ঝড় তুলে মিথিলা গাইলেন সৃজিতের গান

আরও পড়ুনঃওয়ার্ক আউট নয় এভাবেই ঝড়বে শরীরে অতিরিক্ত মেদ, লকডাউনেও উপায় করে দিলেন শিল্পা

দিশার অন্তর্বাস পরা যেকোনও ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশংসা যেমন হয় তেমনই ট্রোলিংয়েরও অন্ত থাকে না। দিশাকে তাঁর নিন্দুকেরা অ্যাটেনশন সিকার বললেও এ কথার ঘোর বিরোধিতা করে নায়িকার ভক্তরা। তবে এবারে এক নেটিজেনের কমেন্ট হাসির খোরাক হয়ে উঠেছেন দিশা। 

আরও পড়ুনঃকরোনার কোপে বন্ধ পার্লার, বাড়িতেই সুন্দর লুক পাওয়ার টিপস দিলেন দিশা

সম্প্রতি তিনি অন্তর্বাস পরা যে ছবিটি আপলোড করেছেন তাতে এক নেটিজেন কমেন্ট করেছে, "আপনার অন্তর্বাসের সেলাই খুলে গিয়েছে।" যা দেখে হাসির ফোয়ারা ছুটছে সোশ্যাল মিডিয়ায়। দিশার অন্তর্বাস গুলি যে বেশ স্টাইলিশ হয় তা বলাই বাহুল্য। এই নেটিজেন নয় বুঝতে পারেননি যে এটা স্টাইল, অথবা ইচ্ছে করেই এমন কেমন্ট করেছেন। তবে এই মন্তব্যে মজা পেয়েছে দিশার ভক্ত সহ নিন্দুকেরাও।  
 

Follow Us:
Download App:
  • android
  • ios