ফের পর্দায় তুফান তুলতে আসছেন ফারহান আখতার ভাগ মিলখা ভাগ ছবির পর  আবারও সেই জোশ নিয়ে পর্দায় ফিরতে চলেছেন তিনি সিএএ বিরোধিতা ইস্যুকে উসকে দিয়ে নেটিজেনদের একাংশ তার ছবি বয়কটের ডাক দিলেন  চলতি বছরের শেষের দিকে মুক্তি পাবে এই ছবি

ফের পর্দায় তুফান তুলতে আসছেন ফারহান আখতার। 'ভাগ মিলখা ভাগ' ছবির পর আবারও সেই জোশ নিয়ে পর্দায় ফিরতে চলেছেন তিনি। পরিচালক ওম প্রকাশ মেহরার সঙ্গে কাজ করতে চলেছেন ফারহান। ছবির নাম 'তুফান'। নাম শুনেই বোঝা যাচ্ছে, পর্দায় আবারও তুফান তুলতে চলেছেন তিনি। চলতি বছরে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে নিজেকে মেলে ধরতে চলেছেন অভিনেতা।

আরও পড়ুন-হার্দিকের বাগদত্তা নাতাশা, চিনে নিন এই লাস্যময়ীকে...

সম্প্রতি ছবির একটি লুক নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন অভিনেতা। নিজের চরিত্রকে আরও বেশি বিশ্বাসযোগ্য করে তুলতে চেহারার মধ্যে বিশাল পরিবর্তন এনেছেন অভিনেতা। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবিটি। ছবির ক্যাপশনও বেশ নজরকাড়া। ক্যাপশনে লিখেছেন, 'কঠিন সময়ে নিজেকে আরও শক্ত হতে হয়'। ব্যস তাতেই বিপাকে পড়েছেন অভিনেতা।

Scroll to load tweet…

সিএএ বিরোধিতা ইস্যুকে উসকে দিয়ে নেটিজেনদের একাংশ তার ছবি বয়কটের ডাক দিলেন।

Scroll to load tweet…

ইতিমধ্যেই ট্যুইটারে সিএএ, এনআরসি-র মতো বেশ কিছু হ্যাশট্যাগও তৈরি হয়ে গেছে।

Scroll to load tweet…

এর আগে মাঝেমধ্যেই ছবির প্রস্তুতির বেশ কিছু ছবিও শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। দেখে নিন ছবিটি।

View post on Instagram

ছবিতে বক্সিং রিং-এর মধ্যে দেখা যাচ্ছে ফারহানকে। নিজেকে একজন প্রকৃত বক্সারের মতোই তৈরি করেছেন তিনি। পুরোপুরি পাওয়ার প্যাকড নিয়ে তিনি এবার ময়দানে নেমেছেন। ছবির লুক দেখা মাত্রই দর্শকদের উত্তেজনা আর বাধ মানছে না। কবে প্রেক্ষাগৃহে আসবে এই ছবি সেই নিয়েই দর্শকদের কৌতুহলের শেষ নেই। চলতি বছরের শেষের দিকে মুক্তি পাবে এই ছবি।