সংক্ষিপ্ত
- করোনার কোপ এবার বিটাউনের অন্দরমহলে
- FWICE-এর পক্ষ থেকে মিলল কড়া নির্দেশ
- বেশি কাস্ট ও ক্রু নিয়ে কাজ করা যাবে না
- আর কী কী শর্ত মানতে হবে
ক্রমেই করোনা পরিস্থিতি খারাপ হয়ে উঠছে। একের পর এত তারকা করোনায় আক্রান্ত হচ্ছেন। এমন পরিস্থিতিতে ভয়ানক ছবি ধরা পড়ছে মহারাষ্ট্রে। এরই মধ্যে সচল বলিউড। চলছে ছবির কাজ। কিন্তু এই পরিস্থিতিতে কাজ করা মানেই কড়া সতর্কতা মেনে চলতে হবে। যদিও সেই বিষয় কোনও রকমের খামতি রাখতে নারাজ বলেই দাবী করা হচ্ছে প্রযোজক সংস্থা থেকে। তবুও আটকে রাখা যাচ্ছে না করোনার কোপ। তাই এবার সিনে দুনিয়ায় কড়া নির্দেশ জাড়ি করা হল।
আরও পড়ুন- সলমনের চোখ রাঙানি ভুলে কেরিয়ারে ঝড় জাহ্নবীর, তবে কি ইতি মালাইকা পর্ব
দ্য ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়সের তরফ থেকে তাই একাধিকর নির্দেশ নেওয়া হল। গত বছরও শুরু দিকে এমনটাই বৈঠকের মধ্যে দিয়ে নির্দেশ দেওয়া হয়েছিল শ্যুটিং নিয়ে, তবে এবার ছবিটা সম্পূর্ণ বিপরীত। নেই লকডাউন, চলছে পুরো দমে কাজ। তারই মাঝে করোনার দ্বিতীয় ঢেউ ঝড় তুলেছে দেশের বুকে। কী কী নির্দেশ মানতে হবে বলে জানানো হয়েছিল-
বেশি কাস্ট ও ক্রু নিয়ে কাজ করা যাবে না
সকলকে মাস্ক পড়তে হবে, বাধ্যতামূলক,
কেবল অন ক্যামেরা তারকারা শ্যুটিং-এর সময় খুলবেন
করোনা গাইড লাইড লাইন মেনে চলতে হবে
লকডাউন ও কার্ফুর সময় বন্ধ রাখতে হবে শ্যুটিং
নিয়ম না মানলেই কড়া শান্তির ব্যবস্থা নেওয়া হবে
কয়েকদিন আগেই মুখ্যম্ন্ত্রী উদ্ধব ঠাকরে এই নিয়ে বিস্তারিত বৈঠক করেন। শ্যুটিং বন্ধের প্রস্তাব না দিলেও, একাধিক নিয়মে বেঁধে দিয়েছেন তিনি বিটাউনকে। সংক্রমণ রুখেই তৎপর মহারাষ্ট্র সরকার।