লকডাউনের মধ্যে বোনকে নিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন কার্তিক কার্তিক পোস্ট করা ভিডিও নিয়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় গায়িকা সোনা মহাপাত্র এবার একহাত নিলেন কার্তিককে টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও কার্তিকের এই ভিডিও দেখে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন

একটানা লকডাউনের মধ্যে সকলেই বাড়িতে বসেই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। হোম কোয়ারেন্টাইনে কীভাবে দিন কাটাচ্ছেন সেলেবরা তা প্রতিনিয়ত সোশ্যালে পোস্ট করছেন অভিনেতারা। সম্প্রতি এরকমই একটি ভিডিও পোস্ট করেছিলেন বলি অভিনেতা কার্তিক আরিয়ান। ভিডিওটিতে দেখা গিয়েছে, কার্তিকের বোন খারাপ রুটি বানানোর জন্য তার উপর বিরক্ত কার্তিক। তিনি বলেন কোয়ালিটির সঙ্গে 'নো সমঝোতা'। এই কথা বলেই বোনের চুল ধরে টেনে নিয়ে গিয়ে বারান্দা থেকে ফেলে দেওয়ার প্রচেষ্টা ছিল কার্তিকের। নেটদুনিয়ায় এই ভিডিও প্রকাশ্যে আসতেই হাসির রোল উঠেছিল। কিন্তু সকলে তা মনে করেননি। বলিউডের একাংশ মনে করেছেন এই ভিডিওতে গার্হস্থ্য হিংসার ছবি ফুটে উঠেছে।

আরও পড়ুন-বৃষ্টিভেজা কোমরের ভাঁজেই ঝড় উঠল নেটদুনিয়ায়, মুহূর্তে ভাইরাল মনামীর এই নাচ...

আরও পড়ুন-অল্পবয়সে সাধাসিধে অমিতাভ কেমন ছিলেন দেখতে, ইনস্টা-তে ছবি পোস্ট বিগ-বির...

Scroll to load tweet…

লকডাউনের মাঝে যেখানে গার্হস্থ্য হিংসা নিয়ে বলিউডের সেলেবরা প্রচার চালাচ্ছেন সেখানে কার্তিক কী করে এমন ভিডিও পোস্ট করে, এই প্রশ্নই উঠে এসেছে। কার্তিক এই ভিডিও নিয়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। গায়িকা সোনা মহাপাত্র এবার একহাত নিলেন কার্তিককে। বরাবরই স্পষ্টবাদীর তকমা রয়েছে সোনার। এবার তার অন্যথা হল না। সোনা জানিয়েছেন, 'একের পর এক নারীবিদ্বেষী ছবিতে অভিনয় করে যে ছেলেটি সকলের আইডল হয়ে উঠেছে। তার ভিডিওতেই রয়েছে নারীবিদ্বেষের ছোঁয়া। লকডাউনের মধ্যে এমন অনেকেই যারা বাধ্য হয়েই হয়তো হেনস্তাকারীদের সঙ্গে থাকছেন। এহেন পরিস্থিতিতে কার্তিক এই ভিডিও পোস্ট করে গার্হস্থ্য হিংসাকে আরও উসকে দিল।'

Scroll to load tweet…

তবে শুধু বলিউডই নয়, টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও কার্তিকের এই ভিডিও দেখে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। দেখে নিন পোস্টটি।

Scroll to load tweet…

আরজে ইরা তার এই ভিডিওতে একপ্রকার বিরক্ত হয়ে বলেছেন, 'নারী বিদ্বেষী ছবিতে অভিনয় করে নিজে কীভাবে এই ধরনের ছবি পরিচালনা করেন?'

Scroll to load tweet…

বলিউডের অন্যান্য অভিনেতারাও তার এই ভিডিও নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন।