- আবারও সলমনের বিপরীতে থাকছেন ক্যাটরিনা
- একাধিক ছবিতে নজর কেড়েছেন এই জুটি
- শেষ মুক্তি পাওয়া ছবি ভারত
- ২০২১-এ শুরু আগামী ছবির সফর
২০২১, এক কথায় বলতে গেলে বলিউডের এক বড় ধ্বস। বিনোদন জগত যখন একের পর এক ব্লকবাস্টার ছবিতে ভরে উঠেছিল ২০১৯-এ, ঠিক পরের বছরই মুখ থুবরে পড়তে হয় গোটা বিশ্বকে। যে কোপে ধরাসাই হতে হয়েছিল বলিউডকেও। বর্তমানে ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার পালা। তাই একের পর এক ছবির ঘোষণা করছেন সেলেবরা। সেই তালিকাতে এবার নাম লেখালেন ক্যাটরিনা কইফ। সলমনের বিপরীতে আবারও তিনি থাকছেন আগামী ছবিতে।
আরও পড়ুন- করিনাকে নিয়ে হাসপাতালে সইফ, গর্ভাবস্থায় হঠাৎ কি হল 'মম টু বি'র
২০১৯-এর শেষেই মুক্তি পেয়েছিল ছবি দাবাং ৩। কিন্তু তখন উত্তাল দেশের একাধিক স্থান। সিএএ-এর কোপে পড়ে মুখ থুবরে পড়ে সেই ছবি। এরপরই করোনার কোপ, থমকে যায় সকল স্টারেদের ছবির শ্যুট। এবার স্বাভাবিক হতেই ঝাঁপিয়ে পড়লেন সলমন। সবে শেষ করেছেন রাধে ছবির শ্যুটিং। এখন আতরঙ্গি রে ছবির কাজ নিয়ে ব্যস্ত ভাইজান। মুক্তি পেয়েছে সেই ছবির ক্লিপিংও।
এবার সামনে এলো পরবর্তী ছবির খবর। টাইগার থ্রি ছবিতে আবারও জুটি বাঁধতে চলেছেন সলমন খান ও ক্যাটরিনা কইফ। মার্ম মাসেই শুরু হবে ছবির শ্যুটিং। এই খবর প্রকাশ্যে আসতেই আবারও হাসি ফিরল ক্যাট-ভাইজান ভক্তদের মুখে। আগামী বছরই মুক্তি পাবে রাধে। শেষের দিকে মুক্তির পথে অতরঙ্গী, তবে কি ২০২২-এর ইদকে পাখির চোখ করেছেন ভাইজান। জল্পনা তুঙ্গে।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 23, 2020, 1:22 PM IST