সংক্ষিপ্ত

 কলকাতায় গান গাইতে আসাটাই  যে জীবনের শেষ গান হবে তা মনে হয় কেউ ভাবকে পারেননি। মাত্র দুদিনের জন্য কলকাতায় অনুষ্ঠান করতে এসে যে তিনি আর বাড়ি ফিরবেন না তার দুঃস্বপ্নেও ভাবতে পারেননি কেকে-র স্ত্রী জ্যোতিকৃষ্ণ। স্বামীর নিথর দেহটা ফিরিয়ে নিয়ে যেতেই বুধবার কলকাতায় পৌঁছেছেন স্ত্রী জ্যোতিকৃষ্ণ ও ছেলে নকুল। কলকাতা এয়ারপোর্টে নেমেই সোজা সিএমআরআই হাসপাতালে পৌঁছেছেন কেকে-র পরিবার।  সংবাদমাধ্যমের প্রচন্ড ভিড় ঠেলে কোনওরকমভাবে এয়ারপোর্ট থেকে সোজা বেরিয়ে যান তারা। কেকে-র প্রয়াণে তার এতটাই শোকাহত যে সংবাদমাধ্যমকে একটা কথারও জবাব দেননি প্রয়াত গায়কের পরিবার। মেয়ে তামারাকে রেখে ছেলে নকুলকে নিয়েই কলকাতায় এসেছেন কেকে-র স্ত্রী জ্যোতিকৃষ্ণ। এইভাবে যে তাকে অলবিদা জানাতে হবে তা ভাবতেই পারছেন না স্ত্রী-পুত্র-পরিবারের কেউই। 

কলকাতায় গান গাইতে আসাটাই  যে জীবনের শেষ গান হবে তা মনে হয় কেউ ভাবকে পারেননি। মাত্র দুদিনের জন্য কলকাতায় অনুষ্ঠান করতে এসে যে তিনি আর বাড়ি ফিরবেন না তার দুঃস্বপ্নেও ভাবতে পারেননি কেকে-র স্ত্রী জ্যোতিকৃষ্ণ। স্বামীর নিথর দেহটা ফিরিয়ে নিয়ে যেতেই বুধবার কলকাতায় পৌঁছেছেন স্ত্রী জ্যোতিকৃষ্ণ ও ছেলে নকুল। কলকাতা এয়ারপোর্টে নেমেই সোজা সিএমআরআই হাসপাতালে পৌঁছেছেন কেকে-র পরিবার।  সংবাদমাধ্যমের প্রচন্ড ভিড় ঠেলে কোনওরকমভাবে এয়ারপোর্ট থেকে সোজা বেরিয়ে যান তারা। কেকে-র প্রয়াণে তার এতটাই শোকাহত যে সংবাদমাধ্যমকে একটা কথারও জবাব দেননি প্রয়াত গায়কের পরিবার। মেয়ে তামারাকে রেখে ছেলে নকুলকে নিয়েই কলকাতায় এসেছেন কেকে-র স্ত্রী জ্যোতিকৃষ্ণ। এইভাবে যে তাকে অলবিদা জানাতে হবে তা ভাবতেই পারছেন না স্ত্রী-পুত্র-পরিবারের কেউই। 

বুধবার সকালেই শিল্পীর ময়নাতদন্ত করা হবে এসএসকেএম হাসপাতালে।  তারপরই কেকে-র দেহ নিয়ে মুম্বইতে রওনা দেবেন গায়কের স্ত্রী ও পুত্র। ইতিমধ্যেই সিএমআরআই হাসপাতাল থেকে কেকে-এর মরদেহ নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে। পরিবারের উপস্থিতিতেই করা হবে ময়না তদন্ত। এবং ময়নাতদন্তের ভিডিওগ্রাফিও করা হবে। গায়কের শরীরে আঘাতের চিহ্ন দেখা গিয়েছে ঠোঁটে ও কপালে। সূত্রের খবর হোটেল পড়ে গিয়েই চোট পেয়েছিলেন কেক। যার ফলেই আঘাতের চিহ্ন দেখা গিয়েছে ঠোঁটে ও কপালে। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ বেরিয়ে আসবে। 

 

 

 

 

বুধবার সকালেই পরিবারের সম্মতিতেই কেকে-র মৃত্যুতে নিউ মার্কেট থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। হোটেলে যাওয়ার পর ঠিক কী ঘটেছিল ,তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে নিউমার্কেট থানার পুলিশ। কলকাতায় অনুষ্ঠান করতে আসা গায়কের সঙ্গে যে সঙ্গীরা এসেছিলেন তারাই আজ সকালে নিউমার্কেট থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করেছেন। কলকাতায় আসার পর নিউ মার্কেট এলাকায় যে পাঁচতারা হোটেলে ছিল সেই হোটেলের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এখানেই শেষ নয় হোটেলের অন্যান্য কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

 

 

তবে গায়কের মৃত্যু কি অস্বাভাবিক। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে নিউ মার্কটে থানার পুলিশ। উল্লেখ্য, মঙ্গলবার রাতেই নিউমার্কেটের হোটেল থেকে গায়ককে একবালপুরের কাছে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যেতেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকেরা অনুমান করেছেন হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে। তবে এখনও পর্যন্ত মৃত্যুর কোনও সঠিক কারণ পাওয়া যায়নি। তবে মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের অপেক্ষায় রয়েছেন কেকে-র পরিবার ও অনুরাগীরা। শারীরিক অসুস্থতা নাকি মৃত্যর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে নিউমার্কেট থানার পুলিশ।