বুল পেইন্টিং-এর সামনে পোজ দিয়ে বসে রয়েছে পরিবারের সকলেই। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় অমিতাভ বচ্চন, মধ্যরাত হোক বা সাত সকাল, তাঁর থেকে নতুন পোস্ট পাওয়াটা ভক্তদের কাছে নতুন কোনও বিষয় নয়। 

বেশ কয়েকদিন ধরেই খবরের শিরোনামে অমিতাভ বচ্চনের অন্দরমহল (Amitabh Bachchan Jalsha) । করোনার মাঝেই কিনে ফেলেছেন অমিতাভ বচ্চন একটি ডুপ্লেক্স (New Flat), সোশ্যাল মিডিয়ায় সেই খবর ছড়িয়ে পড়েছিল রাতারাতি, এবার সামনে এলো তাঁর বসার ঘরে রাখা একটি পেইন্টিং (Viral Painting), যা শেয়ার হতেই সকলের নজরে আটকে যায়। বুল পেইন্টিং- (Bull Painting) এর সামনে পোজ দিয়ে বসে রয়েছে পরিবারের সকলেই। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় অমিতাভ বচ্চন, মধ্যরাত হোক বা সাত সকাল, তাঁর থেকে নতুন পোস্ট পাওয়াটা ভক্তদের কাছে নতুন কোনও বিষয় নয়। তিনি বেশ আস্তিক, সাত সকালে ভগবানের নাম, কখনও আবার ছবি শেয়ার করে থাকেন তিনি। এবার দিলেন এক বাস্তু টিপস (Amitabh Bachchan Vastu Tips)। সদ্য তাঁর ড্রইং রুমের (Amitabh Baachchan Bull Painting) শোভা বাড়িয়েছে একটি বুলের পেন্টিং। 

Scroll to load tweet…

এই ছবি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) শেয়ার করতেই উঠে আসে এর গুণাগুন, মধু নামক এক নেটিজেন লেখেন, এই পেইন্টিং শক্তির প্রতীক, ক্ষমতা ও দৃঢ়তার প্রতীক, এটিকে অফিস বা বাড়িতে রাখলে আর্থিক অবস্থা বুল রানের (Bull Run) মতই গতী পায়। এটি হল প্রাপ্তী, সাফল্যের প্রতীক। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ছড়িয়ে পড়া মাত্রই সকলের নজরে সবার আগ যা আসে তা হল এই দাম, ৪ কোটির এই পেইন্টিং-এই নজর আটকে সাধারণের। এরই সামনে দুই পোস্ট তুলে ধরলেন অমিতাভ বচ্চন। লিখলেন কিছু পোজ কখনও পরিবর্তণ হয় না। মুহূর্তে এই ছবি ভক্তদের হাতে হাতে হয়ে ওঠে ভাইরাল। ঝড়ের বেগে তা ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। ভারতের অন্যতম মডেল চিত্রশিল্পী মনজিত বাওয়া এই চিত্রটি এঁকেছিলেন। তাঁর আঁকা বিশ্বজুড়ে খ্যাত, যার ফলে মূল্যবান এই পেইন্টিং-এর দাম দাঁড়িয়েছে ৪ কোটি টাকা। বর্তমানে এই পেইন্টিং-এর অবস্থান অমিতাভ বচ্চনের জলসায়। 

আরও পড়ুন-Ananya Panday : ডি গ্ল্যাম লুকে গর্জিয়াস অনন্যা, হট লুকে বক্ষ-বিভাজিকায় ঝড় তুললেন বলি নায়িকা

আরও পড়ুন-Deepika Padukone: ঠেলে বেরোচ্ছে বুকের খাঁজ, শর্ট ড্রেস পরতেই চরম ট্রোলড দীপিকা

আরও পড়ুুন-'ঠোঁটে কি বোলতা কামড়েছে', চরম কটাক্ষের মুখে অর্জুনের প্রেমিকা, কড়া জবাব গাব্রিয়েলার

View post on Instagram

এই টাকায় হয়ে যেতে পারে এক বিলাশ বহুল বাড়ি, অডি কিউ সেভেন কালেকশনও রাখা যেতে পরে নিজের কাছে, রলেক্স-এর অ্যান্টিক কালেকশন হোক বা ৮ কেজির সোনা ২৪ ক্যারেটের হয়ে যেতে পারে এই টাকায়। কিংবা ২০০ টিরও বেশি আইফোন ১৩ প্রো, তবে বচ্চন আর্থিক উন্নতি ও স্থিতির কথা মাথায় রেখেই বাস্তু মেনে এই পেইন্টিং ক্রয় করেছেন বলে সাফ জানান। যার ফলে এর মূল্যই আলাদা।