ঋষি কাপুরের মৃত্যুতে শোকের ছায়া ভেঙে পড়ল সিনে দুনিয়া শোক প্রকাশ করলেন লতা মঙ্গেশকর জানালেন, ৬ মাস বয়স যখন, তখন থেকে জানি 

ঋষি কাপুরের চলে যাওয়া খবর যেন এখতনও বিশ্বাস করতে পারছেন না অনেকেই। পর পর দুই তারকার প্রয়াণের খবরে ভেঙে পড়েছে বলিউড। ভক্ত মহলে শোকের ছায়া। শোক প্রকাশ করলেন লতা মঙ্গেশকরও। খবর পাওয়া মাত্রই তনেট দুনিয়ায় একটি ছবি শেয়ার করে শোক জ্ঞাপন করেন তিনি। লিখলেন, 'কয়েকদিন আগেই এই ছবি পাঠিয়েছিলেন তিনি আমায়। আজ সেই দিন, সেই কথা, সলব মনে পড়ে যাচ্ছে।'

আরও পড়ুনঃ 'সে চলে গেল', ঋষি কাপুরের মৃত্যু সংবাদে ভেঙে পড়লেন অমিতাভ

ঋষি কাপুরের মৃত্যুতে শোক জ্ঞাপন করে লতা মঙ্গেশকর আরও জানান, এই ছবি তোলা যখন ঋষির বয়স মাত্র ৬ মাস। আমার কোলে ছোট্ট ঋষিকে দিয়েছিলেন বউদি। আমি তখন রাজকাপুরের রেকর্ডিং সেটে। উনি খেতে গিয়েছিলেন। তখনই বউদি ঋষিকে নিয়ে আসেন আমার কাছে। কোলে নেওয়া সেই ছবি এক দুমাস আগেই পাঠিয়ে ছিলেন ঋষি। 

Scroll to load tweet…

বরাবর ঋষি কাপুরের সঙ্গে আমার যোগাযোগ ছিল। ফোনে কথা, হত, অসুস্থ ছিলেন যখন তখন ম্যাসেজে কথা হত। খুব ভালো সম্পর্ক ছিল ওঁর সঙ্গে। আজ ওঁর চলে যাওয়াটা মেনে নেওয়া যায় না। অনেক কিছু মনে পড়ছে, অনেক স্মৃতি ভেসে আসছে আজ।