সংক্ষিপ্ত

  • প্রকাশ্যে এল কঙ্গনার প্রথম লুক
  • আগামী ছবিতে অ্যাকশন মুডে কঙ্গনা
  • শনিবার প্রকাশ্যে এল ছবির পোস্টার
  • ছবিটি চললে ভারতীয় চলচ্চিত্র জগতের এক নতুন দিক খুলবে

ছবির নাম ধকড়। বর্তমানে কঙ্গনা ব্যস্ত তার নতুন ছবি জাজমেন্টাল হ্যায় কেয়ার প্রমোশন নিয়ে। সম্প্রতিই সেই ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে। জুলাই মাসেই মুক্তি পাবে ছবি। সেই খবর শিরোনামে থাকাকালিনই পরবর্তী ছবির পোস্টারসহ কঙ্গনার প্রথম লুক প্রকাশ্যে এল। এক নজরে চোখে পরল লড়াকু কঙ্গনার নয়া লুক। এ যে যুদ্ধের প্রস্তুতি। হাতে অস্ত্র নিয়ে অ্যাকশন মুডে কঙ্গনা এক কথায় নজর কাড়ল সকলের।

একের পর এক নারী কেন্দ্রিক ছবি তৈরি হচ্ছে বলিউডে। এর আগে তাকে দর্শক পেয়েছে নারী কেন্দ্রিক ছবিতে পেয়েছিল কঙ্কনা রানওয়াতকে। ছবির নাম ছিল মনিকর্ণিকা। সেই ছবিতে পরিচালনারও কাজ করেছিলেন তিনি। এবার হালকা মেজাজের এক ছবি জাজমেন্টাল হ্যায় কেয়া ছবির কাজ করার পর আবারও এক গুরুত্বপূর্ণ ছবির চিত্রনাট্য হাতে তুলেনিলেন তিনি। যেখান প্রথম অ্যাকশন ছবিতে কেন্দ্রিয় চরিত্রে দেখা তাকে।

প্রথম বলিউডে এই ধরনের ছবি তৈরি হতে চলেছে। নিজেই জানালেন কঙ্গনা রানওয়াত।  তিনি আরও দাবী করেন এই ছবি ভারতীয় চলচ্চিত্র জগতে ক্ষেত্রে এক টার্নিং পয়েন্ট হতে পারে। তারই প্রথম লুক পোস্টারে প্রকাশ্যে আসার পর নেট দুনিয়ায় ছড়ায় চাঞ্চল্য। ছবিকে ঘিরে তৈরি হয় জল্পনা। আগামী বছরই মুক্তি পাবে এই ছবি। ছবির পরিয়ালনায় থাকছেন রাজনিশ ঘাই।  সম্প্রতিই শুরু হতে চলেছে ছবির শ্যুটিং। ফলেই কঙ্গনার ঝুলিতে নয়া কোন চমক তা দেখার অপেক্ষায় এবার দর্শক।