- নুসরত জাহান ও নিখিল জৈন বিবাহ বিচ্ছেদের খবর ভাইরাল
- অবশেষে মুখ খুললেন নুসরত
- খবর সম্পূর্ণ ভিত্তিহীন
- জানিয়ে দিলেন নুসরত
সোমবার রাতে প্রথম সারির এক সংবাদ মাধ্যমের সঙ্গে নিখিলের কথা হওয়ার পরই প্রকাশ্যে আসে খবর। নুসরত জাহান ও নিখিল জৈনের সম্পর্কে বিচ্ছেদ পাকা, ডিভোর্স নিতে চলেছেন নুসরত। এই খবর ছড়িয়ে পড়়ার পরই তা নজরে আসে ভক্তমহলের। খবরের জের ধরেই উঠে আসে বিগত তিন চার মাসে নুসরত ও নিখিলের সম্পর্কের সমীকরণ।
আরো পড়ুন- নেই মাস্ক, নেই হেলমেট, ভ্যালেন্টাইন্স ডে-তে প্রেম করতে বেরিয়ে পুলিশের খপ্পরে বিবেক
বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই সেই খবরকে উড়িয়ে দিলেন খোদ নুসরত। সেই সংবাদ মাধ্যমকেই জানালেন, এই নিয়ে তাঁর ও নিখিলের মধ্যে কোনও আলোচনাই হয়নি। বিবাহ বিচ্ছেদ নিয়ে তাঁরা কোনও সিদ্ধান্ত নেননি। তবে কেন এই ধরনের ভিত্তিহীন খবর, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। যদিও সংবাদ মাধ্যম থেকে সাফ জানিয়ে দেওয়া যে, নিখিল যেমন স্পষ্ট হ্যাঁ বলেননি, ঠিক তেমনই নাও বলেননি এই বিষয়।
যা থেকেই সম্ভাব্য ডিভোর্সের খবর প্রকাশ্যে আসে। এই নিয়েই ওঠে প্রশ্ন, অসন্তোষ প্রকাশ করেন নুসরত। পাশাপাশি জানা যায়, যে নিখিল বর্তমানে নেই কলাকাতয়। তাই ফিরে এসেই তিনি এই বিষয় নিয়ে কথা বলবেন, যার জেরেই আবারও জল্পনা থেকেই যায়, তবে কি এই নিয়ে কথা হতে পারে পরবর্তীতে, কেন সাফ না জানিয়ে দিলেন না নিখিল, এই প্রশ্নের উত্তর নিয়েই এখন ধোঁয়াশা ভক্তমহলে।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Feb 23, 2021, 4:09 PM IST