সরাসরি স্বীকার না করলেও রণবীরের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে সব সময়ে ইতিবাচক ইঙ্গিতই দিয়েছেন আলিয়া ভট্ট। আলিয়া ও রণবীরের সম্পর্ক নিয়ে যে তাঁর বাবা মহেশ ভট্ট ও মা সোনি রাজদানেরও বিশেষ সমস্যা নেই, তা-ও তাঁদের কথায় প্রকাশ পেয়েছে। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন আলিয়ার সৎ দিদি পূজা ভট্ট। 

বি-টাউনের তারকারা একের পরে এক বিয়ের পিঁড়িতে বসছেন। খুব শীঘ্রই বিয়ে করছেন মালাইকা অরোরা ও অর্জুন কপূর। এই জুটির পরে কি আলিয়া ভট্ট ও রণবীর কপূর! রূপোলি জগতে এখন এই একটাই জল্পনা।

সরাসরি স্বীকার না করলেও রণবীরের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে সব সময়ে ইতিবাচক ইঙ্গিতই দিয়েছেন আলিয়া ভট্ট। আলিয়া ও রণবীরের সম্পর্ক নিয়ে যে তাঁর বাবা মহেশ ভট্ট ও মা সোনি রাজদানেরও বিশেষ সমস্যা নেইতা-ও তাঁদের কথায় প্রকাশ পেয়েছে। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন আলিয়ার সৎ দিদি পূজা ভট্ট।

পূজা বলেন, “আলিয়া ও নিজের সম্পর্ক নিয়ে কী ভাবে তা একান্তই ওর ব্যক্তিগত বিষয়। আমরা সিদ্ধান্ত নেওয়ার কেউ নই। আমরা শুধু এটাই দেখব ও সুখী এবং নিরাপদে রয়েছে কি না। আমরা কোনও ভাবেই একে অন্যের জীবনে কিছু চাপিয়ে দিই না।

বোনের কেরিয়ার গ্রাফ নিয়েও বেশ গর্বিত পূজা। তিনি বলছেন, “আলিয়া একজন অসাধারণ অভিনেত্রী। গল্লি বয়রাজিউড়তা পঞ্জাব দেখুন। প্রতিটি ছবিতে ওর অসাধারণ অভিনয়। ও প্রতিদিন আরও উন্নত করছে নিজেকে। ও মন থেকে সব কাজ করে আর এটাই ওর সবচেয়ে বড় গুণ।

আলিয়া নিজেও বহু বার সংবাদমাধ্যমের কাছে বলেছেনপরিবারের সহযোগিতা না থাকলে এই জায়গায় আসতে পারতেন না।

পূজা ভট্টকে তাঁর অভিনয় জীবন সম্পর্কে জিজ্ঞাসা করলেতিনি এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মের কাছে বলেন, “আমি আমার ফ্লপ ও হিট দুরকম ছবিই ভালবাসি। ফ্লপ ছবি সেই সময়ে যন্ত্রণা দিয়েছে। কিন্তু আদপে আমায় আরও শক্ত করেছে। আমি আমার জীবনের সমস্ত ওঠাপড়া নিয়ে গর্বিত।

প্রসঙ্গতপূজা ও আলিয়া মহেশ ভট্টের ছবি সড়ক ২-তে একসঙ্গে অভিনয় করতে চলেছেন। এই ছবি ১৯৯১-এর সড়ক-এর সিকোয়েল। এই ছবিতে সঞ্জয় দত্ত ও আদিত্য রায় কপূরও অভিনয় করবেন।