Asianet News Bangla

মাত্র ২৮ বছর বয়সে চলে গেলেন রণবীরের লুক আলাইক, শ্রীনগরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জুনেইদ শাহ

  • রণবীর কাপুরের সঙ্গে চেহারায় হুবহু মিল
  • কয়েক বছর আগেই এই রণবীরের লুক আলাইক হওয়ায় শিরোনামে উঠে আসেন জুনেইদ শাহ
  • হৃদযন্ত্র বিকল হওয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জুনেইদ
  • মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ২৮ 
Ranbir Kapoor's lookalike passed away due to cardiac arrest BAD
Author
Kolkata, First Published Jul 17, 2020, 11:54 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

নিত্যদিনই কোনও না কোনও খারাপ খবরে ভরছে সংবাদ শিরোনাম। ফের বলিউডে শোকের ছায়া। চলে গেলেন রণবীর কাপুরের লুক আলাইক জুনেইদ শাহ। কয়েক বছর আগেই রণবীর কাপুরের হামশকল হিসাবে জনপ্রিয় হয়েছিলেন জুনেইদ। সম্প্রতি মুম্বই থেকে শ্রীনগরে ফিরেছিলেন অসুস্থ বাবার দেখভালের জন্য। বাবার শুশ্রুষা করতে গিয়ে নিজেই চলেছে গেলেন জুনেইদ। 

আরও পড়ুনঃশ্বাসকষ্টের জেরে নানাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হল ঐশ্বর্য-আরাধ্যাকে, অমিতাভ-অভিষেক এখনও চিকিৎসাধীন

তাঁর দীর্ঘ দিনের প্রতিবেশী নিসার আহমেদ জুনেইদের মৃত্যুর খবর টুইটারে জানান। টুইটে লেখেন, জুনেইদের হৃদযন্ত্র বিকল হতে বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ২৮। মুম্বইয়ে মডেলিং করতেন জুনেইদ। সেই সময় সময় থেকেই রণবীরের লুক আলাইক হিসাবে খ্যাতি অর্জন করেন তিনি। 

আরও পড়ুনঃ'রানী রাসমণী'র শ্যুটিং সামলেও উচ্চমাধ্যমিকে দিতিপ্রিয়ার দারুণ ফল, শুভেচ্ছায় ভরছে নেটদুনিয়া

 

রণবীরের সঙ্গে তাঁর চেহারায় অদ্ভুত মিল এড়িয়ে যেতে পারেননি প্রয়াত অভিনেতা ঋষি কাপুর। মডেলিংয়ের সূত্রেই তাঁর ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। চুলের স্টাইল থেকে শুরু করে হাসি, চোখ, নাক সব কিছুই রণবীরের মত। কোনও পার্থক্যই নেই তাঁদের চেহারায়। এমনকি জানা যায়, জুনেইদের উচ্চতাও ছিল নাকি রণবীরেরই মত। ইতিমধ্যেই শোকপ্রকাশ করে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাতে শুরু করেছে নেটিজেনরা।  

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios