ভারতীয় ক্রিকেটের কিংবদন্তী তারকা কপিল দেব আজ ৬১ বছরে পা দিলেন লেজেন্ডকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন রণবীর সিং ছবিতে কপিলের চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতে রীতিমতো তার কাছে প্রশিক্ষণ নিয়েছেন রণবীর চলতি বছরের ১০ এপ্রিল ছবিটি প্রেক্ষাগৃহে আসতে চলেছে

ভারতীয় ক্রিকেটের কিংবদন্তী তারকা কপিল দেব আজ ৬১ বছরে পা দিলেন। জন্মদিন মানেই স্পেশ্যাল একটা ব্যাপার। আজ তার জন্মদিনের বিশেষ দিনটিকে আরও একটু স্পেশ্যাল করে তুললেন অভিনেতা রণবীর সিং। লেজেন্ডের বায়োপিক আসতে চলেছে সিনেমার পর্দায়। আর এই লেজেন্ডের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রণবীর সিংকে।

আরও পড়ুন-মনের ঘন্টা বাজিয়ে টিকটকে এসেই বাজিমাত অনুপম খেরের, মুহূর্তে ভাইরাল ভিডিও...

পরিচালক কবীর খানের আপকামিং স্পোর্টস ড্রামা '৮৩'-তে কপিল দেবের নেতৃত্বে ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের ইতিহাস তুলে ধরা হবে সিনেমার পর্দায়। এই ছবিরই শ্যুটিংয়েরই বিশেষ কয়েকটি দৃশ্যের ছবি দিয়ে ক্রিকেট লেজেন্ডকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন রণবীর সিং। 

View post on Instagram

ছবিতে কপিলের চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতে রীতিমতো তার কাছে প্রশিক্ষণ নিয়েছেন রণবীর। সেই প্রশিক্ষণের সময়ই গুরু-শিষ্যের ছবি পোস্ট করেছেন রণবীর। ছবির জন্য ধর্মশালায় গিয়ে তার কাছে প্রশিক্ষণ নেন রণবীর সিং।

View post on Instagram

এমনকী প্রশিক্ষণের জন্য দিন রাত এক করে তিনি প্রচেষ্টা চালিয়ে গেছেন। ছবিতে কপিলের স্ত্রীর রোমি ভাটিয়ার ভূমিকায় দীপিকাকে দেখা যাবে। চলতি বছরের ১০ এপ্রিল ছবিটি প্রেক্ষাগৃহে আসতে চলেছে।

View post on Instagram