সংক্ষিপ্ত

সঙ্গীতমহলেও বড় ক্ষতি লতা মঙ্গেশকরের মৃত্যুকে। সুর-সাম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের মৃত্যুতে টুইটারে গভীর শোকজ্ঞাপন করেছেন সুরকার এ আর রহমান। লতা মঙ্গেশকরের সঙ্গে একটি পুরোনা ছবি শেয়ার করেই শোকজ্ঞাপন করেছেন এ আর রহমান। টুইটারে সুর-সাম্রাজ্ঞী লতাকে শ্রদ্ধা জানিয়েছেন রহমান লিখেছেন, 'প্রেম-শ্রদ্ধা-প্রার্থনা'।

দিনকয়েক আগে শারীরিক অবস্থার উন্নতি হলেও ফের শারীরিক অবস্থার অবনতি হতেই তড়িঘড়ি ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল সুর-সাম্রাজ্ঞীকে (Lata Mangeshkar )। কড়া নিরাপত্তার মধ্যেই রাখা হয়েছিল লতা মঙ্গেশকরকে। এবার আর শেষরক্ষা হল না। কোভিডকে হারিয়েও আর বাড়ি ফেলা হল না সুর-সাম্রাজ্ঞীর (Lata Mangeshkar)। লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বলি তারকা থেকে শিল্পী মহলের সকলেই গভীর শোকজ্ঞাপন করেছেন তার মৃত্যুতে। সঙ্গীতমহলেও বড় ক্ষতি লতা মঙ্গেশকরের মৃত্যুকে। সুর-সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) মৃত্যুতে টুইটারে গভীর শোকজ্ঞাপন করেন সুরকার এ আর রহমান (A R Rahman) । লতা মঙ্গেশকরের সঙ্গে একটি পুরোনা ছবি শেয়ার করেই শোকজ্ঞাপন করেন এ আর রহমান (A R Rahman । টুইটারে সুর-সাম্রাজ্ঞী লতাকে শ্রদ্ধা জানিয়ে রহমান লিখেন, 'প্রেম-শ্রদ্ধা-প্রার্থনা'। এরপর এক ভিডিও সাক্ষাৎকারে লতা মঙ্গেশকরের সঙ্গে তাঁর গভীর সম্পর্কের কথা বিবৃত করেন। জানান লতা মঙ্গেশকর সেই মানুষ যিনি এআর রহমানকে আজকেই এই উচ্চতায় এবং বিশ্বখ্যাত সঙ্গীত পরিচালক হতে উৎসাহিত করেছিলেন। লতা মঙ্গেশকর এককথায় তাঁর জীবনটাকেই নাকি বদলে দিয়েছিলেন। আবেগে নিজেকে লতার স্মৃতিচারণায় এভাবেই উজার করে দিয়েছেন এআর রহমান। 
"