Asianet News BanglaAsianet News Bangla

ফের নয়া চমক, নবাগতার সঙ্গে জুটি বাঁধছেন সলমন

  • আবারও নয়া চমক নিয়ে হাজির হয়েছেন ভাইজান
  •  বলিউডের নতুন মুখ পূজা হেগড়ের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন ভাইজান
  • নতুন অভিনেত্রীদের বলিউডে সুযোগ দেওয়ার ক্ষেত্রে বেশ পরিচিত সলমন খান
  • এই বছরই শুরু হবে ছবির শ্যুটিং
Salman khan and puja hegde will seen in kabhi eid kabhi diwali
Author
Kolkata, First Published Feb 11, 2020, 3:49 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

'কভি ইদ কভি দিওয়ালি' আপকামিং ছবির নাম ঘোষণা করে ট্যুইটারে বড় চমক দিয়েছিলেন সলমন। আগের বছর ২০২০ সালের ইদে তার আগামী ছবি 'রাধে'র কথা জানিয়েছিলেন। আর এই বছর আপকামিং ছবির কথা জানালেন সলমন। পরিচালক ফারহাদ সামজি পরিচালিত এই ছবি নিয়ে ইদের ফ্লোর কাঁপাতে আসছে সল্লুভাই।  ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। বরাবরই আগামী ছবির কথা ঘোষণা করেন সলমন। আবারও নয়া চমক নিয়ে হাজির হয়েছেন ভাইজান। বলিউডের নতুন মুখ পূজা হেগড়ের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন ভাইজান। 

আরও পড়ুন-'নতুন প্রাণ পৃথিবীতে আসার আগে আমরা আলাদা', বিবাহবিচ্ছেদ নিয়ে অকপট মধুমিতা...

নতুন অভিনেত্রীদের বলিউডে সুযোগ দেওয়ার ক্ষেত্রে বেশ পরিচিত সলমন খান। এবারও তার অন্যথা হল না। যদিও পূজাকে নতুন বললে একটু ভুল হয়ে যাবে। হৃতিকের বিপরীতে মহেঞ্জোদারো ছবিতে দেখা গিয়েছে পূজাকে। এরপর হাউজফুল ৪ ছবিতেও অক্ষয় কুমারের সঙ্গে পর্দা শেয়ার  করেছেন পূজা। এবার তিনি জুটি বাঁধতে চলেছেন ভাইজানের বিপরীতে। এছাড়া দক্ষিণী ছবিতেও অভিনয় করেছেন পূজা। বলিউডে এই নিয়ে তৃতীয় ছবিতে কাজ করতে চলেছেন অভিনেত্রী পূজা। এই বছরই শুরু হবে ছবির শ্যুটিং।

আরও পড়ুন-জন্মদিনেই মুক্তি পেল হিন্দি মিউজিক ভিডিও 'পরি হুঁ ম্যায়', জানুন মিমির প্রতিক্রিয়া...

আপাতত 'রাধে' ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন ভাইজান। প্রভু দেবা পরিচালিত বহু প্রতিক্ষিত ছবি 'রাধে' মুক্তি পেতে চলেছে এই বছরের ইদে। আর এটিই হল চলতি বছরের ইদের উপহার। ছবিতে সলমনের বিপরীতে অভিনয় করছেন দিশা পাটানি। ভাইজান মানেই উন্মাদনা। তিনি যাই করবেন তাই যেন সুপারহিটের তকমা । দর্শকদের মন রাখতে যা যা সম্ভব সবটাই তিনি উজার করে করেছেন। একের পর এক ছবি উপহার দিয়ে তিনি দর্শকমন জিতে নিয়েছেন। বরাবরই ফ্যানেদের নতুন নতুন চমক দিতে ভালোবাসেন ভাইজান। তার সেই চমক দেখার জন্য সারাবছর মুখিয়ে থাকে গোটা ভক্তকূল। তবে এবারের চমকটা বেশ জমাটি। আগের বছরও জোড়া চমক নিয়ে হাজির হয়েছিলেন ভাইজান। আর এইবারও তিনি  তেমনটাই করলেন। আগামী বছর অর্থাৎ ২০২১ -এ ইদের উপহারও দিয়ে দিলেন দর্শকদের। 

নিজের সম্পর্ক নিয়ে বেশ অ্যাক্টিভ বলিউডের সল্লু ভাই। একের পর এক অভিনেত্রীর সঙ্গে মন দেওয়া-নেওয়া চললেও তার মাঝখানে তিনি বেশ কুল থেকেছন। বলিউড হার্টথ্রব সলমন খানের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ নেই এমন ভক্তের সংখ্যাটা নেহাতই যেন হাতে গোনা। একাধিক নারীসঙ্গে বহুবারই পেজ-থ্রি-র শিরোনামে এসেছেন তিনি। শুধু তাই নয়,একাধিক কেলেঙ্কারিতেও নাম জড়িয়েছে তার। কিন্তু তার কিছুই থেমে যায়নি। ভাইজান আছেন খোশমেজাজেই। জীবনের এত সময় পেরিয়ে আসলেও বলিউডের ব্যচেলর তকমাটা তিনি কিন্তু ধরে রেখেছেন। একের পর এক প্রেমে ব্যর্থ হয়েই বলিউডে বিরল নজির গড়েছেন এই সল্লুভাই। 
 

Follow Us:
Download App:
  • android
  • ios