কথায় বলে ইচ্ছে থাকলেই উপায় হয় ঠিক তেমনটাই গত এক বছর ধরে প্রমাণ করছেন সোনু করোনাকালে আবারো চেনা ছকে অভিনেতা সাধারণের পাশে দাঁড়িয়ে আবারো কালের নজর  

২০২০ সালে বদলে গিয়েছিল সোনু সুদের চেনা লুক। সিনেমার পর্দা নয়, বাস্তব জীবনের সাধারন মানুষের চোখে হিরো হয়ে উঠেছিলেন তিনি। লকডাউনে পথে নেমে সাধারণের পাশে দাঁড়িয়েছিলেন সোনু। এক বছরের মাথাতেই সেই একই ভূমিকায় অভিনেতা।

View post on Instagram

আরও পড়ুন- সঙ্গমের দৃ্শ্যে মত্ত মাধুরী, শুনতেই পেলেন না পরিচালকের কাট, হাজার অনুরোধেও চাপা থাকেনি গোপন রোম্যান

বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ ঝড় তুলছে গোটা দেশে। মহারাষ্ট্রের পরিস্থিতি খুবই খারাপ হয়ে উঠেছে। একের পর এক তারকা করোনায় আক্রান্ত হচ্ছেন রাতারাতি। সিং তালিকা থেকে বাদ পড়েননি মাসিহা সোনু। তবে করোনা নিয়ে কোয়ারেন্টাইনে থেকেও মানুষের পাশে দাড়াতে ভুললেন না তিনি। বেড থেকে শুরু করে ওষুধ সবটাই সাধ্যমত জোগাড় করলেন।

View post on Instagram

সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট হতেই মুহূর্তে তা ছড়িয়ে পরলো নেট দুনিয়ায়। সোনু সুদ দুর্গতির গতি। তাই সাধারণ মানুষ সাহায্য চেয়ে হাত বাড়ালেন সোনুর দিকে। যথাসম্ভব সাহায্য করে তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেতা। লিখলেন এই সময়ে একটা ছোট সাহায্য অনেক। সকলেই যেন এগিয়ে আসেন।