সংক্ষিপ্ত
- বিনোদন জগতে দুঃসময় যেন আর কাটছে না
- মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালেই প্রয়াত হন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সঙ্গীতা শ্রীবাস্তব
- অটো ইমিউন রোগে আক্রান্ত ছিলেন সঙ্গীতা
- অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা বিনোদন জগতে
ফের নক্ষত্রপতন বলিউডে। বিনোদন জগতে দুঃসময় যেন আর কাটছে না। একের পর এক নক্ষত্রপতন হয়েই চলেছে। প্রয়াত হলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সঙ্গীতা শ্রীবাস্তব। গতকালই মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জনপ্রিয় টেলি ধারাবাহিক ইস প্যায়ার কো কেয়া নাম দু-র অভিনেত্রী সঙ্গীতা শ্রীবাস্তব। অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা বিনোদন জগতে।
সূত্র থেকে জানা গেছে, অটো ইমিউন রোগে আক্রান্ত ছিলেন সঙ্গীতা। দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতার কারণে ভুগছিলেন অভিনেত্রী। অবশেষে কাল মৃত্যু হয় অভিনেত্রীর। সহ অভিনেতারাও তার অকাল প্রয়ানে আত্মার শান্তি কামনা করেছেন। একের পর এক উজ্জ্বল নক্ষত্ররা একে একে ছেড়ে চলে যাচ্ছেন।
আরও পড়ুন-সুশান্তের জন্যই নিজের কেরিয়ার শেষ করেছেন রিয়া, দাবি অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধুর...
বলিউডের ইরফান খানের মৃত্যুর পর থেকেই যেন সংখ্যাটা থামছে না। ঋষি কাপুর, ওয়াজিদ খান, সুশান্ত সিং রাজপুতের মতোন অভিনেতারাও বলিউডকে বিদায় জানিয়েছে। তবে শুধু বলিউডেই নয়, টেলি ধারাবাহিকেও মৃত্যু আকছার ঘটেই চলেছে। অপমৃত্য থেকে করোনায় মৃত্যু দুঃসংবাদ যেন এসেই চলেছে। একাধিক ধারাবাহিকের উজ্জ্বল প্রতিভা ছিলেন সঙ্গীতা শ্রীবাস্তব। ইস প্যায়ার কো কেয়া নাম দু ছাড়াও থাপকি প্যায়ার কি, বনওয়ার সহ আর জনপ্রিয় ধারাবাহিকে দেখা গেছে সঙ্গীতাকে।