প্রাথমিক ভাবে পুলিশের অনুমান তিনি আত্মঘাতী হয়েছেন মাত্র ৩৭ বছর বয়সে রহস্যজনক ভাবে মৃত্যু হল এই টেলি তারকার  তার এই অকাল প্রয়ানে গভীর ভাবে শোকাহত গোটা বলিউড সহ প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকেই শোকবার্তা প্রকাশ করেছেন

জনপ্রিয় টেলিভিশন তারকা কুশল পাঞ্জাবি গতকালই প্রয়াত হয়েছেন। সম্প্রতি 'ইস্ক ম্যায় মারজাওয়া' ধারাবহিকে তাকে দেখা গিয়েছিল। মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টে তার নিজের বাড়ি থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। মাত্র ৩৭ বছর বয়সে রহস্যজনক ভাবে মৃত্যু হল এই টেলি তারকার। তার এই অকাল প্রয়ানে গভীর ভাবে শোকাহত গোটা বলিউড সহ প্রত্যেকেই।

আরও পড়ুন-ধর্মীয় ভাবাবেগে আঘাত, অভিযোগ দায়ের রবিনার বিরুদ্ধে...

প্রাথমিক ভাবে পুলিশের অনুমান তিনি আত্মঘাতী হয়েছেন। মিলেছে একটি সুইসাইড নোটও । যদিও সুইসাইড নোটেও কাউকে দায়ী করেননি তিনি। নিজের সমস্ত সম্পত্তি বাবা-মা এবং ছেলের মধ্যে সমান ভাবে ভাগ করেছেন তিনি। কিন্তু সম্পত্তির ভাগে স্ত্রীর নাম পাওয়া যায়নি। এই নিয়েও সন্দেহ দানা বাঁধছে। কেন তিনি এই বয়সে এমন পথ বেছে নিলেন এই নিয়েও ধোয়াশার সৃষ্টি হয়েছে। টেলিভিশনের পাশাপাশি বেশ কয়েকটি ছবিতেও তিনি অভিনয় করেছেন। এক পাশাপাশি বিভিন্ন রিয়্যালিটি শো-তেও তাকে পারফর্ম করতে দেখা গেছে।

তার এই আকস্মিক মৃত্যুর খবরটা প্রথম জানিয়েছিলেন তার প্রিয় বন্ধু করণবীর বোহরা। প্রত্য়েকেই তার মৃত্যুতে গভীর ভাবে শোকাহত। করণবীর বোহরা সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা প্রকাশ করে জানিয়েছেন, 

Scroll to load tweet…

দিশাঙ্ক আরোরা ট্যুইটে জানিয়েছেন,

Scroll to load tweet…

করন জোতওয়ানি সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা প্রকাশ করে জানিয়েছেন, 

Scroll to load tweet…