প্রয়াত হলেন জনপ্রিয় পরিচালক জনি বক্সী কার্ডিয়াক অ্যারেস্টে ভুগছিলেন তিনি মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ শ্বাসকষ্টের জেরে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে

বর্ষীয়ান পরিচালক তথা প্রযোজক জনি বক্সী। শনিবার কার্ডিয়াক অ্যারেস্টের জেরে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২। শ্বাসকষ্টের জেরে আরোগ্য নিধি হাসপাতালে ভর্তি কার হয় তাঁকে। জানা যাচ্ছে কোভিড পরীক্ষাও করানো হয়েছিল তাঁর। ফলাফল নেগেটিভ আসে। 

আরও পড়ুনঃসুশান্তের বাড়িতে ফের সিবিআই, সঙ্গে ছিলেন অভিনেতার দিদি মিতু ও সিদ্ধার্থ

পরিচালকের মেয়ে জানান, "শ্বাসকষ্টের জেরে বাবাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। দুপুর দেড়টা দু'টো নাগাদ মৃত্যু হয় তাঁর। কার্ডিয়াক অ্যারেস্টের জেরে মৃত্যু হয় বাবার।" পরিবারের সদস্যদের উপস্থিতিতেই পরিচালকের শেষকৃত্য সম্পন্ন হয়। 

আরও পড়ুনঃস্পোর্টস ব্রা পরে শরীরচর্চা, হুমকি, হেনস্তার শিকার 'রোডিস'-এর প্রতিযোগী সংযুক্তা

Scroll to load tweet…

আরও পড়ুনঃ৪ দিন এনসিবি-র হেফাজতে শৌভিক-স্যামুয়েল, রিয়ার গ্রেফতারি নিয়ে বাড়ছে জল্পনা

জনি বক্সীর কেরিয়ারে প্রযোজিত জনপ্রিয় কিছু ছবির মধ্যে রয়েছে রাবণ (১৯৮৪), মনজিলে অউর ভি হ্যঁয় (১৯৭৪), ফির তেরি কাহানি ইয়াদ আয়ে (১৯৯৩)। পরিচালিত কিছু ছবির মধ্যে রয়েছে ডাকু অউর পুলিশ (১৯৯২), খুদাই (১৯৯৪)। খুদাই ছবিতে রাজেশ খান্না ছিলেন প্রধান চরিত্রে। খুদাই ছবিতে রাজেশ খান্না ছিলেন প্রধান চরিত্রে। অভিনেতা অনুপম খের, অভিনেত্রী শাবানা আজমি।

Scroll to load tweet…