সংক্ষিপ্ত
'চন্না মেরেয়া' গানে লিপ মিলিয়ে ফের ভারতীয়দের মন কাড়লেন তানজানিয়ার যুবক কিলি পল। 'অ্যায় দিল হে মুশকিল', ছবির গান 'চন্না মেরেয়া' গানের ভিডিওতে সম্প্রতি লিপ মিলিয়ে বলিউডপ্রেমিদের আরও নিজের কাছে টানলেন পূর্ব আফ্রিকার ছোট্ট দেশ তানজানিয়ার যুবক কিলি পল।
'চন্না মেরেয়া' (Channa mereya) গানে লিপ মিলিয়ে ফের ভারতীয়দের মন কাড়লেন তানজানিয়ার যুবক কিলি পল। 'অ্যায় দিল হে মুশকিল', ছবির গান 'চন্না মেরেয়া' গানের ভিডিওতে সম্প্রতি লিপ মিলিয়ে বলিউডপ্রেমিদের আরও নিজের কাছে টানলেন পূর্ব আফ্রিকার ছোট্ট দেশ তানজানিয়ার যুবক কিলি পল ( Kili Paul)। অধিকাংশ ভিডিওতেই বোন নিমার সঙ্গে দেখা যায় কিলিকে। কিন্তু সদ্য ভাইরাল হওয়া ভিডিওতে এবার কিলি পলকে একাই দেখা গিয়েছে।
ভাইরাল ভিডিওতে রীতিমত 'অ্যায় দিল হে মুশকিল' ছবির গান 'চন্না মেরেয়া' গানে লিপ দেওয়ার পাশাপাশি এক্সপ্রেশন এবং গানের স্টেপও করে দেখিয়েছেন কিলি পল। একুশের নভেম্বরে কিলির প্রথম ভিডিওটিও ভাইরাল হয়েছিল ভারতে। ওই ভিডিওতে 'শেরশাহ' ছবির 'রাতান লম্বিয়া' গানে লিপ মিলিয়েছিলেন কিলি পল এবং তাঁর বোন নিমা। তারপরে আরও তাঁদের পিছন ফিরে তাঁকাতে হয়নি। কখনও অরিজিৎ সিং-র গান, আরা কখনও জুবিন নটিয়ালের গাওয়া গান তাঁদের লিপে একের পর এক ভাইরাল হয়েছে। একের পর এক হিন্দি গানে লিপ দিয়ে তামাম ভারতবাসীর মন জিতে নিয়েছে দুইভাই বোন। একটি সাক্ষাতকারে কিলি বলেছেন, 'আমরা ঠিক বুঝতে পারছি না ঠিক কী ঘটছে। ভারতের লোকেরা আমাদের ভালবাসা নিচ্ছে, আমরা কৃতজ্ঞ। আমরা বুঝতে পেরেছি, ভারতীয়রা নকল মন্তব্য করেননা। তারা চাইছেন আমরা আরও ভিডিও করি। আমরা তাই করব। সঙ্গীতের কোনও সীমানা নেই। সঙ্গীত মানুষকে আরও কাছে নিয়ে আসতে পারে।'
অপরদিকে, তানজানিয়ার কিলি পল তাঁর ভাইরাল ভিডিও দিয়ে নোরা ফতেহির হৃদয়ও জিতে নিয়েছেন। মেরি রানিতে তাঁর নাচ মুগ্ধ করেছে নোরাকে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করেছেন নোরা ফতেহি। ভাইরাল ভিডিওটি ইতিমধ্যেই ৬ মিলিয়নেরও বেশি ভিউয়ার্স পেয়েছে। ভাইরাল ভিডিওতে কিলি পলকে, মেরি রানি-র হুক স্টেপ করতে দেখা গিয়েছে। এখানেই শেষ নয় ক্যাপশনে, তিনি লিখেছেন,' ডান্স মেরি রানি-তে আশা করি আমি একই ভাবে নাচ করতে পেরেছি।' প্রসঙ্গত, কিলি-র বক্তব্য অনুযায়ী 'সঙ্গীতের কোনও সীমানা নেই। সঙ্গীত মানুষকে আরও কাছে নিয়ে আসতে পারে', একথা একশোভাগ সত্য। তার প্রমাণ দেখিয়ে দিয়েছিলেন, শ্রীলঙ্কার গায়িকা ইওহানির গাওয়া, 'মানিকে মাগে হিতে' গানটি। কারণ এই গানও রাতরাতি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তামাম ভারতবর্ষে। সারা ভারত তথা পশ্চিমবঙ্গেরও একাধিক শিল্পীরা এই গান ইওহানির গাওয়া স্টাইলে গাওয়ার চেষ্টা করেন। ভাইরাল হয় তাঁদের ভিডিও।