সংক্ষিপ্ত

  • নীরব মোদীর দ্বিতীয় জামিনের আবেদনও খারিজ হল
  • আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে বিচার বিভাগীয় হেফাজতেই রাখা হল
  • বৃহস্পতিবার এই নির্দেশ দিল ইংল্যান্ডের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট কোর্ট
  • নীরব আপাতত রয়েছেন লন্ডনের ওয়ান্ডসওয়ার্থ জেলে

দ্বিতীয়বার জামিনের আবেদন করেও ব্যর্থ হলেন নীরব মোদী। আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে বিচার বিভাগীয় হেফাজতেই থাকতে হবে। বৃহস্পতিবার এই নির্দেশই দিল ইংল্যান্ডের ওয়েস্টমিনস্টার ম্য়াজিস্ট্রেট কোর্ট।

এদিন আদালতে নীরবের জামিনের আবেদনের মামলার শুনানি হয়। খুব অল্প সময়ের মধ্য়েই সিদ্ধান্ত জানিয়ে দেয় আদালত। এমনকী নীরব মোদীকে আদালতেও নিয়ে আসা হয়নি। তিনি আপাতত রয়েছেন ওয়ান্ডসওয়ার্থ জেলে। সেখান থেকেই ভিডিওলিঙ্ক-এর মাধ্য়ে শুনানিতে অংশ নেন তিনি।

চলতি বছরের মার্চ মাসেই ভারতের অনুরোধ মেনে তাঁকে গ্রেফতার করেছিল লন্ডন পুলিশ। সেই থেকে দক্ষিণ-পশ্চিম ন্ডনের এই কারাগারেই রয়েছেন পলাতক এই হীরক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে প্রায় ২০০ কোটি টাকা ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ রয়েছে। ভারতের পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ওই টাকা ধার হিসেবে নিয়ে, শোধ না করেই দেশত্যাগ করেছিলেন তিনি। কিন্তু বিদেশে গিয়েও শেষ রক্ষা করতে পারেননি।

এর আগে গত জুলাই মাসে তিনি উইনাইটেড কিংডম হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন। সেই সময়ও তাঁর আবেদন খারিজ করে দিয়েছিল আদালত। ভারতের 'ওয়ান্টেড' তালিকায় একেবারে উপরের দিকেই রয়েছে তাঁর নাম।