সংক্ষিপ্ত
- নিজের ভাইকে পিটিয়ে খুন করে পুড়িয়ে দেওয়া হয়
- ঘটনায় প্রমাণ খুন ও প্রমাণ লোপাটের চেষ্টা দুই ভাইয়ের
- ২০১৮ সালের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দুই ভাইয়ের
- মৃতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্ত করছিল পুলিশ
পত্রলেখা বসু চন্দ্র, বর্ধমান-পারিবারিক বিবাদের জেরে প্রথমে নিজের ভাইকে খুন। তারপর, তার দেহ পুড়িয়ে প্রমাণ লোপাটের চেষ্টা দুই ভাইয়ের। পূর্ব বর্ধামানের কালনার কেলেনোই উত্তরপাড়া গ্রামে এমনটাই অভিযোগ উঠেছিল। ২০১৮ সালের অক্টোবরে সেই পুরনো মামলায় দোষী সাব্যস্ত দুই ভাইকে জরিমানা সহ যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল কালনা মহকুমা আদালত।
জানাগেছে, ২০১৮ সালে ১৯ অক্টোবর নিজেই ভাই বিকাশ সর্দারকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে তার দুই ভাই অশোক ও তাপস সর্দারের বিরুদ্ধে। নিহত বিকাশের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছিল পুলিশ। দুই বছর আগের সেই মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত।
মামলাকারীর আইনজীবী জানান, ২০১৮ সালের সালে সম্পত্তি নিয়ে বিবাদের জেরে নিজের ভাই খুনে অভিযুক্ত ছিল দুই ভাই। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় ১৯ অগাস্ট অভিযুক্তদের দোষী সাব্য়স্ত করেন আদালতের বিচারক। যাবজ্জীবন কারাদণ্ড সহ ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের জেল থাকার নির্দেশ দিয়েছে কালনা মহকুমা আদালত।