সংক্ষিপ্ত
এর আগে আগস্ট মাসেই দুধের দাম বাড়িয়েছিল এই সংস্থা। শুধু আমুল নয়, একই পথে পা বাড়ায় দেশের অন্য এক দুধ প্রস্তুতকারী সংস্থা মাদার ডেয়ারিও। সেই সময় লিটার প্রতি দু'টাকা দাম বাড়িয়েছিল আমুল।
দিপাবলীর আগেই চাপ বাড়ল মধ্যবিত্তর পকেটে। দেড় মাসের মাথায় ফের একবার দুধের দাম বাড়াল দেশের অন্যতম দুধ প্রস্তুতকারী সংস্থা আমুল। আমুলের ফুল ক্রিম দুধের দাম লিটার প্রতি ৬১ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬৩ টাকায়। যদিও কোম্পানির তরফ থেকে এখনও মূল্যবৃদ্ধির বিষয় কিছু জানানো হয়নি।
এর আগে আগস্ট মাসেই দুধের দাম বাড়িয়েছিল এই সংস্থা। শুধু আমুল নয়, একই পথে পা বাড়ায় দেশের অন্য এক দুধ প্রস্তুতকারী সংস্থা মাদার ডেয়ারিও। সেই সময় লিটার প্রতি দু'টাকা দাম বাড়িয়েছিল আমুল। তার আগে ২০২২ সালেরই মার্চ মাসেও দাম বেড়েছিল দুধের। অর্থাৎ চলতি বছরে এই নিয়ে তিনবার দাম বাড়ল দুধের। ১০ মাসের মধ্যে প্রায় ৬টাকা বাড়ল দুধের দাম। যার জেরে ১০ মাস আগেও ৫৭ যে দুধের প্যাকেট পাওয়া যেত তার দাম বেড়ে দাঁড়িয়েছে ৬৩ টাকায়।
আরও পড়ুন - এক ধাক্কায় ৩৮-৪০ টাকা বাড়ল জ্বালানির দাম, শ্রীলঙ্কার পথেই কি এগোচ্ছে বাংলাদেশ?
অগ্নিমূল্য বাজারে একেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামে হাত পুড়ছে সাধারণ মানুষের। তার উপর ফের একবার দুধের দাম বাড়ায় উপরি চাপ বাড়ল আম আদমির কাঁধে। একে মুদ্রাস্ফীতির দাপটে দাম বেড়েছে বাজার থেকে যাতায়াত, ওষুধপত্র সব কিছুরই। তার উপর আবার একই বছরে তিন বার দাম বাড়ল দুধের। এবার কি তবে আমজনতার হেঁসেলে টান পড়বে দুধ, ঘি, মাখনের? এখন প্রশ্ন গতবারের মত এবারও কি আমুলের দেখানো পথেই হাটবে মাদার ডেয়ারি?
আরও পড়ুন - রাষ্ট্রপতি ভবনের পথে রাহুল গান্ধীকে আটক করল দিল্লি পুলিশ, ধুন্ধুমারকাণ্ড রাজধানীতে
এর আগে আমূল ও মাদার ডেয়ারি দুধের দাম বেড়েছে লিটার প্রতি ২ টাকা করে। অর্থাৎ নতুন মূল্য হচ্ছে, আমূল গোল্ডের ৫০০ml-এর প্যাকেটের দাম বেড়ে হচ্ছে ৩১ টাকা। আমূল তাজার ৫০০ml-এর প্যাকেটের দাম বেড়ে হচ্ছে ২৫ টাকা, আমূল শক্তির ৫০০ml-এর প্যাকেটের দাম হবে ২৮ টাকা। মাদার ডেয়ারিত ক্রিম-দুধের দাম বেড়ে দাঁড়াচ্ছে ৬১ টাকায়, যা আগে ছিল ৫৯ টাকা। টোনড দুধের দামে রেকর্ড বৃদ্ধি। দাম বেড়ে হচ্ছে প্রায় দ্বিগুন। অর্থাৎ ৪৫ টাকা থেকে দাম বেড়ে হচ্ছে ৫১ টাকা। দিল্লি-NRC চত্বরে ইতিমধ্যেই বেড়েছে দুধের দাম।