সংক্ষিপ্ত
অতিমারি কোভিড পরিস্থিতিতে গোটা দেশ জুড়ে তৈরি হয়েছিল প্যান্ডেমিক পরিস্থিতি। সেই জন্য নির্ধারিত সময়ের বেশ কিছুদিন পরই বাজাজের তরফে নতুন মডেল লঞ্চ হওয়ার কথা ঘোষনা করা হল। তবে ইতিমধ্যেই বহুবার বাজাজ পালসরের নতুন দুটি মডেলের রোড টেস্ট হয়ে গিয়েছে।
উৎসবের মরশুমে(Festive Season) নিউ ফ্যাশন, নিউ স্টাইল স্টেটমেন্ট যেমন হয়ে ওঠে ফেস্টিভ হট কেক ঠিক তেমনই পুরুষ হৃদয় উদ্বেলিত হয়ে ওঠে যখন তাঁরা জানতে পারেন বাজারে আসছে বাজাজ পালসারের নতুন দুটো মডেল(New Model Of Bajaj Pulsar)। ২৮ অক্টোবর আনুষ্ঠানিকভাবে বাজাজ অটোর তরফে ঘোষণা করা হয়, ভারতের অন্যতম জনপ্রিয় অটোমোবাইল কোম্পানি বাজাজ বাজারে নিয়ে আসতে চলেছে দুটো নতুন মডেল, Bajaj Pulsar F250 ও N250 । ভারতের মার্কেটে Bajaj Pulsar –র নতুন দুই মডেলের দাম শুরু হবে ১.৩৮ লাখ টাকা থেকে। নতুন দুই মডেল পাওয়া যাবে লাল(Red) আর ধূসর(Grey) রঙের।
প্রায় দীর্ঘ ২০ বছর ধরে ভারতের অটোমোবাইল মার্কেটে(Automobile market in India) একচেটিয়া রাজত্ব করে চলেছে বাজাজ পালসর। ১৫০,১৮০ ও ২২০ কিউবিক সেন্টিমিটার বা cc ইঞ্জিন ক্যাপাসিটি দিয়ে ভারতের বাজারে প্রথম পা রেখেছিল বাজার পালসর সিরিজ(Bajaj Pulsar Series)। জনপ্রিয়তার নিরিখে সম্প্রতি ১৬০ ও ২০০ cc-র নতুন ইঞ্জিন মডেল লাইন-আপ করে রেখেছে বাজাজ অটো। বলা বাহুল্য, ২৫০ cc-র নতুন ইঞ্জিন মডেল বাজাজ পালসার সিরিজের সবচেয়ে আকর্ষণীয় ও কার্যকরী একটি মডেল। ফেয়ারিং মাউন্টেড রেয়ারভিউ মিরর, স্প্লিট সিটস, টেলিস্কোপিক ফ্রন্ট ফ্রকস, LED DRLs ও প্রোজেক্টর হেডল্যাম্পের জন্য F250 মডেলটি সেমি ফেয়ারিং পেয়েছে। বাইকের ন্যাকেড ভার্সানের অন্তর্গত বাজাজের নতুন মডেল N250 । বাজার পালসরের পুরনো রিপোর্ট অনুযায়ী, ভারতে Bajaj Pulsar 250 -র ভিন্ন স্টাইলের ৩ টি মডেল লঞ্চ হওয়ার কথা ছিল। ন্যাকেড NS250 বা fully faired RS250 ও semi-faired F250 । যদিও শেষ অবধি ভারতীয় বাজারে দুটো মডেল লঞ্চ হতে চলেছে, ন্যাকেড N250 ও semi-faired F250 ।
আরও পড়ুন-Amazon Great Deal-আমাজনের দিওয়ালি বাম্পার সেল, ইলেকট্রনিক্স জিনিসে রেয়েছে ধামাকা অফার
অতিমারি কোভিড পরিস্থিতিতে(Covid Situation) গোটা দেশ জুড়ে তৈরি হয়েছিল প্যান্ডেমিক পরিস্থিতি(pandemic Situation)। সেই জন্য নির্ধারিত সময়ের বেশ কিছুদিন পরই বাজাজের তরফে নতুন মডেল লঞ্চ হওয়ার কথা ঘোষনা করা হল। তবে ইতিমধ্যেই বহুবার বাজাজ পালসরের নতুন দুটি মডেলের রোড টেস্ট(Road Test) হয়ে গিয়েছে। এতে রয়েছে ফাইভ স্পিড গিয়ারবক্স সহ 250cc single-cylinder oil-cooled ইঞ্জিন আর আউটপুট ২৪.৫ PS ও ২.১৫ Nm । অন্যান্য ফিচারসের মধ্যে রয়েছে দুদিকে single-disc brakes, single-channel ABS ও স্মার্টফোন সংযোগ সহ digital console । মডেলের ওপর নির্ভর করে পাওয়া যাবে LED হেডল্যাম্প ও টেলল্যাম্প। টায়ার রেট ১৩০ mm, সামনের টায়ার রেট ১০০ mm । লাস্ট বাট নট দ্য লিস্ট, বাজাজ পালসরে নতুন মডেলে রয়েছে assistance slipper clutch