সংক্ষিপ্ত

  •   ফেব্রুয়ারি মাসেও বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্কের পরিষেবা
  •   বেশ কয়েকটি ছুটির কারণে বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্কের পরিষেবা
  •   ফেব্রুয়ারি মাসে সরস্বতী পুজো ছাড়াও রয়েছে একাধিক ছুটি
  •    যার ফলে অসুবিধায় পড়তে পারেন গ্রাহকরা

আগামী মাস পড়তে আর মাত্র কয়েকদিন বাকি। ফেব্রুয়ারি মাসেও বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্কের পরিষেবা। ফ্রেব্রুয়ারি মাসে বেশ কয়েকটি ছুটির কারণে বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্কের পরিষেবা। যার ফলে অসুবিধায় পড়তে পারেন গ্রাহকরা ৷ দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকলেও ছুটির দিনগুলি না জানা থাকলে সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা।

আরও পড়ুন-ডায়েটের ভোলবদল, শরীরচর্চা ছাড়া কীভাবে ফিট রাখবেন নিজেকে...

লকডাউনের পর থেকেই ব্যাঙ্কের নিরাপত্তার কথা মাথায় রেখেই ব্যাঙ্ক খোলার ক্ষেত্রের নিয়মে বেশ কিছু রদবদল আনা হয়েছে। ফ্রেব্রুয়ারি মাসের ছুটির দিনগুলি জেনে নিলে টাকা জমা ও তোলা দেওয়ার ক্ষেত্রে অসুবিধা হবে না৷ ফেব্রুয়ারি মাসে সরস্বতী পুজো ছাড়াও রয়েছে একাধিক ছুটি। ফেব্রুয়ারি মাসে ব্যাঙ্কের ছুটির তালিকা বলছে, রাজ্য অনুযায়ী এই ছুটিগুলো প্রযোজ্য হবে৷

টাকা তোলার ক্ষেত্রে সবাই এটিএম-র উপরেই ভরসা করে। কিন্তু এটিএম-এ টাকা না থাকলেই চরম বিপদ। বিশেষত ব্যাঙ্কের ছুটির দিনগুলোতে এটিএম-এ টাকা না থাকলে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে।  তখন ব্যাঙ্ক ছাড়া আর কোনও উপায় থাকে না। অন্যদিকে এটিএম থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তোলার পর, প্রয়োজন থাকলেও বেশি তোলা যায় না। তাই টাকা লেনদেনের সমস্যায় পড়ার আগে জেনে নিন ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা।

 ফেব্রুয়ারি মাসের ব্যাঙ্ক বন্ধের তালিকা

 লোসার/ সোনাম লোচার – ১২ই ফেব্রুয়ারি
 লুই-গাই-নি – ১৫ই ফেব্রুয়ারি
 সরস্বতী পুজো – ১৬ই ফেব্রুয়ারি
 ছত্রপতি শিবাজী মহারাজ জয়ন্তী – ১৯শে ফেব্রুয়ারি
 স্টেট ডে – ২০শে ফেব্রুয়ারি
 মহম্মদ হজরত আলির জন্মদিন- ২৬শে ফেব্রুয়ারি