সংক্ষিপ্ত

আগামী মাসে মোট ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। কোন কোন দিন কি উপলক্ষ‍্যে ব্যাঙ্কের ছুটি থাকবে তা দেখে নেওয়া যাক। এই ছুটির তালিকায় রয়েছে প্রতি রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবারও।

এপ্রিল মাস (Month April) আসতে বাকি আর মাত্র কয়েকটা দিন। প্রতি মাসেই ব্যাঙ্কের (Bank Close) কাজ আমাদের প্রয়োজন হয়। ব্যাঙ্ক ছাড়া এক মাসও চলে না। আর এপ্রিলেও তার কোনও অন্যথা হবে না। কিন্তু, খারাপ খবর হল এই মাসে একাধিক দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। তাই অহেতুক হয়রানি এড়াতে আগে থেকেই সেই ছুটির দিনগুলি (Bank Holiday) জেনে রাখুন। আর সেই মতোই ব্যাঙ্ক সংক্রান্ত কাজের তালিকা ঠিক করে ফেলুন।

প্রতি মাসে ব্যাঙ্ক ছুটির তালিকা প্রকাশ করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। ইতিমধ্যে এপ্রিল মাসের ব্যাঙ্কের ছুটির (Bank Holiday List of April) তালিকা প্রকাশ করেছে তারা। জানা যাচ্ছে, আগামী মাসে মোট ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। কোন কোন দিন কি উপলক্ষ‍্যে ব্যাঙ্কের ছুটি থাকবে তা দেখে নেওয়া যাক। এই ছুটির তালিকায় রয়েছে প্রতি রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবারও। নতুন আর্থিক বর্ষের প্রথম দিন হল ১ এপ্রিল। আর সেই নতুন আর্থিক বর্ষের প্রথম দিনই ছুটি থাকবে ব্যাঙ্ক।

আরও পড়ুন- বিশ্বের কোন ১০টি দেশে মজুদ রয়েছে সবথেকে বেশি সোনা, কোথায় দাঁড়িয়ে ভারত - জানেন কি

এপ্রিলে এক ঝলকে ব্যাঙ্ক ছুটির দিনগুলি :

  • ১ এপ্রিল : নয়া অর্থবর্ষের প্রথমদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। পুরোনো হিসেব নিকেশ সব মেটানোর জন্য প্রতিবছর ১ এপ্রিল ব্যাঙ্ক বন্ধ থাকে। তবে শুধুমাত্র আইজল, চণ্ডীগড়, শিলং এবং সিমলায় এদিন ব্যাঙ্ক খোলা থাকবে।
  • ২ এপ্রিল : বেলাপুর, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ, ইম্ফল, জম্মু, মুম্বাই, নাগপুর, পানাজি এবং শ্রীনগরে গুড়ি পাদওয়া/উগাদি উৎসব/১ম নবরাত্র/তেলেগু নববর্ষের দিন/সাজিবু নংমাপানবা (চেরাওবা) এর কারণে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
  • ৩ এপ্রিল- রবিবার- সাপ্তাহিক ছুটি দেশজুড়ে
  • ৪ এপ্রিল: সরহুল উপলক্ষে রাঁচিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ৫ এপ্রিল: বাবু জগজীবন রামের জন্মদিনের কারণে হায়দরাবাদে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ৯ এপ্রিল: শনিবার- সাপ্তাহিক ছুটি দেশজুড়ে
  • ১০ এপ্রিল: রবিবার- সাপ্তাহিক ছুটি দেশজুড়ে
  • ১৪ এপ্রিল : বাবাসাহেব আম্বেদকর জয়ন্তী/মহাবীর জয়ন্তী/বৈশাখী/বৈশাখী/তামিল নববর্ষ দিবস/চেরাওবা/বিজু উৎসব/বোহাগ বিহুর জন্য দেশের প্রায় সব জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে শিলং এবং সিমলায় ব্যাঙ্ক খোলা থাকবে।
  • ১৫ এপ্রিল : গুড ফ্রাইডে/বাঙালি নববর্ষ দিবস (নববর্ষ)/হিমাচল দিবস/বিশু/বোহাগ বিহু উপলক্ষে দেশের প্রায় সব জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ১৬ এপ্রিল : বোহাগ বিহুর প্রাক্কালে গুয়াহাটিতে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
  • ১৭ এপ্রিল: রবিবার সাপ্তাহিক ছুটি দেশজুড়ে
  • ২১ এপ্রিল : গড়িয়া পুজোর কারণে আগরতলায় ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
  • ২৩ এপ্রিল: শনিবার- সাপ্তাহিক ছুটি দেশ জুড়ে
  • ২৪ এপ্রিল: রবিবার- সাপ্তাহিক ছুটি দেশজুড়ে
  • ২৯ এপ্রিল : শব-ই-কদর/জুমাত-উল-বিদার কারণে জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

আরও পড়ুন- একধাক্কায় চড়চড়িয়ে বেড়ে গেল সোনা-রূপোর দর, বিয়ের মরশুমের আগেই পকেটে কোপ মধ্যবিত্তের

আরও পড়ুন- সরকারি এই খাতে ইনভেস্ট করলেই পাবেন ১০ লক্ষ টাকা, কীভাবে পাবেন জেনে নিন