সংক্ষিপ্ত
মিনারেল ওয়াটারের ব্র্যান্ড বিসলারি লঞ্চ করল তাদের নিজস্ব মোবাইল অ্যাপ,bisleri@Doorstep । সাবস্ক্রিপশনেরও সুবিধা পাওয়া যাবে।
উন্নত প্রযুক্তির যুগে ঘরে বসেই হাতের মুঠোয় পেয়ে যাচ্ছেন আপনার যাবতীয় দরকারী জিনিস। ই-কমার্স সাইটের মাধ্যমে যেমন পেয়ে যাচ্ছেন আপনার প্রযোজনীয় জিনিস তেমনই জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইন ফুড ডেভিভারি অ্যাপ গুলো। এবার থেকে খাওয়ার দাওয়ারের সঙ্গে দোড়গোড়ায় চলে আসবে জলও। হ্যাঁ, দীর্ঘদিনের প্রতিষ্ঠিত মিনারেল ওয়াটরের নামী ব্র্যান্ড বিসলারির এবার আপনার দরজায় কড়া নাড়তে তৈরি। এক ক্লিকেই ঘরে বসে পেয়ে যাবেন বিসলারি কোম্পানির বিশুদ্ধ পানীয় জল। উল্লেখ্য,প্রসিদ্ধ মিনারেল ওয়াটারের ব্র্যান্ড বিসলারি লঞ্চ করল তাদের নিজস্ব মোবাইল অ্যাপ,bisleri@Doorstep । এই অ্যাপের মাধ্যমেই ঘরে বসে পাওয়া যাবে বিসলারি মিনারেল ওয়াটার। ডায়রেক্ট টু কনজিউমার এই নীতির ওপর ভর করেই বিসলারি কোম্পানি সরাসরি গ্রাহকের কাছে পৌঁছানোর নীতি গ্রহণ করেছে। আজকাল স্মার্টফোনের যুগে মোবাইলের মাধ্যমেই অর্ধের কার্যসিদ্ধ হয়। তাই এবার থেকে এই কোম্পানির ব্যবসাও আরও বহুদূর বিস্তৃত হবে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে আরও বেশি পরিমানে গ্রাহকের চাহিদা মেটাতেও সক্ষম হবে জনপ্রিয় মিনারেল ওয়াটার ব্র্যান্ড বিসলারি।
বিসলারি কোম্পানির কর্ণধার অ্যাঞ্জেলো জর্জ জানিয়েছেন, উন্নত প্রযুক্তির যুগে আরও সহজে ও আরও বেশি সংখ্যক গ্রাহকের পৌঁছে যাওয়াই তাঁদের প্রধান উদ্যোগ। প্রয়োজন মতো গ্রাহকদের চাহিদা পূরণই এই সংস্থার মূল লক্ষ্য। তিনি আরও বলেন, প্রতিটি গ্রাহকের তথ্য আলাদাভাবে সংরক্ষণ করা হবে। গ্রাহকের প্রেফাইল অনুযায়ী বিভিন্ন ধরনের সুবিধাও প্রদান করা হবে। সর্বোপরি এই ব্র্যান্ডের ব্যবসাকে আরও সুদূর প্রসারিত করার লক্ষ্যেই উন্নত প্রযুক্তিকে হাতিয়ার করে এগিয়ে যাওয়ার লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ বিশিষ্ট জনপ্রিয় মিনারেল ওয়াটারের ব্র্যান্ড বিসলারি। এই কোম্পানির তরফে যে নিজস্ব মোবাইল মোবাইল অ্যাপ লঞ্চ করা হচ্ছে তার সাবস্ক্রিপশনেরও সুবিধা দেওয়া হয়েছে। একবার পেমেন্টের মাধ্যমেই নির্দিষ্ট সংখ্য়ক জল নেওয়ার সুবিধাও প্রদান করা হবে। এই অ্যাপ অ্যান্ড্রয়েড ও আইওএস-তে উপলোব্ধ হবে। বলা বাহুল্য, এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা ২৪ ঘন্টাই দোড়গোড়ায় জলের পরিষেবা পাবেন।
আরও পড়ুন-Paytm New Service-আপনার ফোনে পেটিএম থাকলে পেয়ে যাবেন এই বিশেষ পরিষেবাটি
আরও পড়ুন-পুরোপুরি ফ্রি-তেই মিলবে মূল্যবান প্যান কার্ড, বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের
বিসলারির নিজস্ব মোবাইল অ্যাপ লঞ্চ সম্বন্ধে একটা কথা বলে রাখা ভালো, বিসলারিই প্রথম জলের কোম্পানি যারা ই-কমার্স সাইটে প্রথমবার আত্মপ্রকাশ করল। শুধু তাই নয়, মোবাইল অ্যাপ লঞ্চের ক্ষেত্রেো বিসলারি প্রথম কোম্পানি যে নিজস্ব অ্যাপ লঞ্চ করল। এই অ্যাপ লঞ্চের পরেই নাকি দ্রুত গতিতে বাড়ছে সাবস্ক্রাইবার। এমনটাই জানিয়েছেন বিশুদ্ধ মিনারেল ওয়াটারের জনপ্রিয় ব্র্যান্ড বিসলারির সিইও বা কর্ণধার অ্যাঞ্জোলে জর্জ। আগামী দিনেও এইভাবে তাঁদের সাবস্ক্রাইবার বাড়বে এবং সেই সঙ্গে ব্যবসারও উন্নতি হবে বলে আসা করছেন তিনি।