- Home
- Business News
- Other Business
- ২০ হাজার টাকা বিনিয়োগে মাসে ৫০ হাজার আয়! জেনে নিন পুদিনা চাষের টিপস
২০ হাজার টাকা বিনিয়োগে মাসে ৫০ হাজার আয়! জেনে নিন পুদিনা চাষের টিপস
যুবসমাজের চিন্তাভাবনা বদলে যাচ্ছে। ব্যবসার দিকে ঝুঁকছেন অনেকেই। আধুনিক পদ্ধতিতে চাষ করে প্রচুর লাভ করছেন। আপনিও কি একই ভাবনা ভাবছেন? তাহলে আজ আপনাদের জন্য রইল একটি দুর্দান্ত ব্যবসায়িক আইডিয়া।
- FB
- TW
- Linkdin
Follow Us

বাজারে গেলে অনেকেই পুদিনা পাতা কিনে থাকেন
মাংস রান্না করলে পুদিনা পাতার প্রয়োজন হয়।
তাই পুদিনা পাতার চাহিদা অনেক
এর ঔষধি গুণ অনেক। বিশেষ করে গরমে পুদিনা পাতার চাহিদা বেশি থাকে।
পুদিনা চাষ করলে লাভের বন্যা বইবে
পুদিনা চাষ শুরু করতে কত টাকা লাগবে? লাভ কেমন হবে? সমস্ত কিছু জেনে নিন।
পুদিনা চাষের জন্য বেশি জমি লাগে না
বেশি বিনিয়োগেরও প্রয়োজন হয় না।
পুদিনা কাটিং নিয়ে তা কেটে বীজ হিসেবে লাগাতে পারেন
মাত্র এক মাসের মধ্যেই ফলন পাওয়া যায়।
একবার পুদিনা গাছ লাগালে ফলন বাড়তেই থাকে
৫ থেকে ৬ বছর পর্যন্ত ফলন পাওয়া যায়। তিন দিন অন্তর জল দিলেই চলবে। বিনিয়োগের ক্ষেত্রে জমি চাষ, গোবর, সার, পুদিনা কাটিং সব মিলিয়ে ২০ হাজার টাকা লাগবে। নিজের জমি না থাকলে লিজ নিয়েও পুদিনা চাষ করতে পারেন।
পুদিনা চাষের জন্য বেশি জলের প্রয়োজন হয় না
ড্রিপের মাধ্যমে অল্প জল দিলেই চলে। আয়ের ক্ষেত্রে, পুদিনা চাষে প্রতিদিন আয় হয়। নিজেই বাজারে গিয়ে বিক্রি করতে পারেন। অথবা পাইকারি বিক্রেতাদের কাছেও বিক্রি করতে পারেন।
এক একর জমিতে পুদিনা চাষ করলে মাসে কমপক্ষে ৫০ হাজার টাকা আয় হবে
একদিকে পুদিনা তুলছেন, অন্যদিকে আবার বেড়ে উঠছে। তাই কম বিনিয়োগে ভালো আয় করতে পারবেন।
বিঃদ্রঃ এই তথ্যগুলি কেবল ইন্টারনেট থেকে সংগৃহীত। এই ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিদের সাথে পরামর্শ করে ব্যবসা শুরু করাই শ্রেয়।