- Home
- Business News
- Other Business
- Gold Rate: পুজোর আগে খারাপ খবর, এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল সোনার দাম, রইল বিভিন্ন শহরে সোনার দর
Gold Rate: পুজোর আগে খারাপ খবর, এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল সোনার দাম, রইল বিভিন্ন শহরে সোনার দর
সোনার দামে ফের উর্ধ্বমুখী প্রবণতা। কলকাতা, মুম্বই, দিল্লি সহ বিভিন্ন শহরে ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম বৃদ্ধি পেয়েছে। গতকালের তুলনায় আজ সোনার দামে উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা গেছে।

প্রতিদিনই বদল হচ্ছে সোনার দাম। শেষ কদনি ধরে তার আছে লাখের ঘরে। যদিও শেষ কয় মাস ধরে সোনার দাম ক্রমে বেড়ে চলেছে। মাঝে দামের পতন হলেও সে অর্থে পতন হয়নি। আজ ফের পরিবর্তন হল সোনার দাম। গত কালের থেকে বেশ খানিকটা বেড়েছে দাম। এক ঝলকে দেখে নিন কোন শহরে কত দাম এই সোনার।
আজ কলকাতায় সোনার দাম-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ১০,২০০
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ১১,১২৮
গতকাল কলকাতায় সোনার দাম ছিল-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ১০,১৩০
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ১১,০৫০
আজ চেন্নাই-এ সোনার দাম-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ১০,২৪০
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ১১,১৭১
আজ মুম্বই-এ সোনার দাম-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ১০,২০০
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ১১,১২৮
আজ দিল্লিতে সোনার দাম-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ৯,১৯৫
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ১০,০৩০
আজ বেঙ্গালুরু সোনার দাম-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ১০,২০০
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ১১,১২৮
আজ আমেদাবাদে সোনার দাম-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ১০,২০৫
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ১১,১৩৩
আজ কেরলে সোনার দাম-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ১০,২০০
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ১১,১২৮

