- Home
- Business News
- Other Business
- Gold Price: ফের পতন সোনার দামে, গতকালের তুলনার অনেকটা কমে গেল দাম, রইল বিভিন্ন শহরে সোনার রেট
Gold Price: ফের পতন সোনার দামে, গতকালের তুলনার অনেকটা কমে গেল দাম, রইল বিভিন্ন শহরে সোনার রেট
সোনার দামে আবার পতন ঘটল, যা মধ্যবিত্তের জন্য স্বস্তির খবর। এই প্রতিবেদনে কলকাতা, মুম্বাই, দিল্লি সহ বিভিন্ন শহরে ২২ ও ২৪ ক্যারেট সোনার আজকের নতুন দামের তালিকা দেওয়া হয়েছে। গতকালের তুলনায় দাম কতটা কমেছে, তার বিস্তারিত তথ্যও রয়েছে।

মধ্যবিত্তের মুখে হাসি। ফের কমে গেল সোনার দাম। প্রতিদিনই বদল হয় সোনার দাম। কখনও তা লাখের ঘরে অবস্থান করছে তো কখনও দাম কমছে। প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এই সংখ্যা। শেষ কয় মাস ধরে সোনার দাম ক্রমে বেড়ে চলেছে। মাঝে দামের পতন হলেও সে অর্থে পতন হয়নি। আজ ফের পরিবর্তন হল সোনার দাম। গত কালের থেকে বেশ খানিকটা কমেছে দাম। এক ঝলকে দেখে নিন কোন শহরে কত দাম এই সোনার।
আজ কলকাতায় সোনার দাম-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ১১,৫০৫
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ১২,৫৫১
গতকাল কলকাতায় সোনার দাম ছিল-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ১১,৫৩৫
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ১২,৫৮৪
আজ চেন্নাই-এ সোনার দাম-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ১১,৬০০
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ১২,৬৫৬
আজ মুম্বই-এ সোনার দাম-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ১১,৫০৫
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ১২,৫৫১
আজ দিল্লিতে সোনার দাম-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ১১,৫২০
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ১২,৫৬৬
আজ বেঙ্গালুরু সোনার দাম-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ১১,৫০৫
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ১২,৫৫১
আজ আমেদাবাদে সোনার দাম-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ১১,৫১০
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ১২,৫৫৬
আজ কেরলে সোনার দাম-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ১১,৫০৫
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ১২,৫৫১

