- Home
- Business News
- Other Business
- Gold Price: খারাপ খবর, ফের বেড়ে গেল সোনার দাম, রইল বিভিন্ন শহরে সোনার রেট
Gold Price: খারাপ খবর, ফের বেড়ে গেল সোনার দাম, রইল বিভিন্ন শহরে সোনার রেট
সোনার দাম প্রতিদিন পরিবর্তন হচ্ছে এবং গত বছরের বেশিরভাগ সময় ধরেই তা ঊর্ধ্বমুখী। আজ আবারও দাম বেড়েছে, যা গতকালের তুলনায় বেশ খানিকটা বেশি। এই প্রতিবেদনে কলকাতা, চেন্নাই, মুম্বই, দিল্লি সহ বিভিন্ন শহরে ২২ ও ২৪ ক্যারেট সোনার নতুন দর উল্লেখ করা হয়েছে।

প্রতিদিনই বদল হচ্ছে সোনার দাম। গত বছরের অধিকাংশ সময় ধরে তা রয়েছে লাখের ঘরে। প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এই সংখ্যা। শেষ কয় মাস ধরে সোনার দাম ক্রমে বেড়ে চলেছে। মাঝে দামের পতন হলেও সে অর্থে পতন হয়নি। আজ ফের পরিবর্তন হল সোনার দাম। গত কালের থেকে বেশ খানিকটা বেড়েছে দাম। এক ঝলকে দেখে নিন কোন শহরে কত দাম এই সোনার।
আজ কলকাতায় সোনার দাম-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ১২,৪৮৫
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ১৩,৬২০
গতকাল কলকাতায় সোনার দাম ছিল-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ১২,৩৪০
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ১৩,৫০৬
আজ চেন্নাই-এ সোনার দাম-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ১২,৫৮০
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ১৩,৭২৪
আজ মুম্বই-এ সোনার দাম-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ১২,৪৮৫
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ১৩,৬২০
আজ দিল্লিতে সোনার দাম-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ১২,৫০০
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ১৩,৬৩৫
আজ বেঙ্গালুরু সোনার দাম-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ১২,৪৮৫
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ১৩,৬২০
আজ আমেদাবাদে সোনার দাম-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ১২,৪a৯০
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ১৩,৬২৫
আজ কেরলে সোনার দাম-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ১২,৪৮৫
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ১৩,৬২০

