- Home
- Business News
- Other Business
- Gold Rate: বিয়ের মরশুমে ফের পতন সোনার দামে, এক ক্লিকে দেখে নিন বিভিন্ন শহরে সোনার রেট
Gold Rate: বিয়ের মরশুমে ফের পতন সোনার দামে, এক ক্লিকে দেখে নিন বিভিন্ন শহরে সোনার রেট
সোনার দাম প্রতিদিন পরিবর্তন হচ্ছে এবং আজ তা আগের দিনের তুলনায় কমেছে, যা মধ্যবিত্তের জন্য স্বস্তির খবর। এই প্রতিবেদনে কলকাতা, চেন্নাই, মুম্বাই সহ বিভিন্ন শহরে ২২ ও ২৪ ক্যারেট সোনার বর্তমান দামের তালিকা দেওয়া হয়েছে।

প্রতিদিনই বদল হচ্ছে সোনার দাম। শেষ কয় মাস ধরে তা লাখের ঘরে। তবে, আজ মধ্যবিত্তের মুখে হাসি ফুটল। আগের থেকে কমে গেল সোনার দাম। বিয়ের মাসে সামান্য হলেও মিলল স্বস্তি। আজ ফের পরিবর্তন হল সোনার দাম। গত কালের থেকে বেশ খানিকটা কমেছে দাম। এক ঝলকে দেখে নিন কোন শহরে কত দাম এই সোনার।
আজ কলকাতায় সোনার দাম-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ১১,৭২০
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ১২,৭৮৫
গতকাল কলকাতায় সোনার দাম ছিল-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ১১,৭৯০
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ১২,৮৬২
আজ চেন্নাই-এ সোনার দাম-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ১১,৮৪০
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ১২,৯১৬
আজ মুম্বই-এ সোনার দাম-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ১১,৭২০
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ১২,৭৮৫
আজ দিল্লিতে সোনার দাম-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ১১,৭২০
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ১২,৮০০
আজ বেঙ্গালুরু সোনার দাম-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ১১,৭২০
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ১২,৭৮৫
আজ আমেদাবাদে সোনার দাম-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ১,৭২৫
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ১২,৭৯০
আজ কেরলে সোনার দাম-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ১১,৭২০
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ১২,৭৮৫

