- Home
- Business News
- Other Business
- ডিসেম্বরে বন্ধ হয়েছে ৪৫ লাখ SIP অ্যাকাউন্ট! মিউচুয়াল ফান্ডে কী সুদ কমছে?
ডিসেম্বরে বন্ধ হয়েছে ৪৫ লাখ SIP অ্যাকাউন্ট! মিউচুয়াল ফান্ডে কী সুদ কমছে?
- FB
- TW
- Linkdin
বিনিয়োগের ক্ষেত্রে মধ্যবিত্তদের কাছে সবচেয়ে জনপ্রিয় বিকল্প হল মিউচুয়াল ফান্ড এসআইপি (SIP)। কম সময়ে বড় রিটার্নের জন্য সবচেয়ে নিরাপদ বিকল্প হিসেবে বিবেচিত হয় এই এসআইপি।
কিন্তু ২০২৪-এর ডিসেম্বর মাস থেকে এসআইপি-এর জন্য মোটেও ভালো ছিল না। কারণ ডিসেম্বরে লক্ষাধিক মানুষ তাদের এসআইপি অ্যাকাউন্ট ক্লোজ করে দিয়েছ।
পরিসংখ্যান বলছে ২০২৪-এর ডিসেম্বরে ৪৫ লক্ষ এসআইপি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। এই সংখ্যা যেকোনও এক মাসে অ্যাকাউন্ট বন্ধের নিরিখে সর্বকালের সর্বোচ্চ।
এর আগে ২০২৪ সালের মে মাসে প্রায় ৪৪ হাজার এসআইপি অ্যাকাউন্ট বন্ধ হয়েছিল।
এটি ছিল এক মাসে এসআইপি অ্যাকাউন্ট বন্ধের নিরিখে তৎকালীন সর্বোচ্চ রেকর্ড।
মিউচুয়াল ফান্ড এসআইপি বিনিয়োগকারিরা শেয়ার বাজারের তাৎক্ষণিক লাভ বা লোকশানে বিচলিত না হয়ে দীর্ঘ মেয়াদে বড় রিটার্নের প্রত্যাশায় বিনিয়োগ ধরে রাখতেন।
কিন্তু ২০২৪ এর প্রবণতা দেখে যথেষ্ট উদ্বিগ্ন বিনিয়োগ বিশেষজ্ঞরা। কারণ, দীরিঘমেয়াদী বিনিয়োগে অনিহা তৈরি হয়েছে মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের মধ্যে।
মিউচুয়াল ফা্ন্ডের খাতে ডিসেম্বরের বিপর্যয়ের পর এসআইপি বিনিয়োগকারীদের মধ্যে দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের প্রবণতা কমছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
ডিসেম্বরে নতুন এসআইপি অ্যাকাউন্ট খোলার সংখ্যাও অস্বাভাবিক হারে কমেছে। কারণ ওই মাসের মাত্র লক্ষ নতুন এসআইপি অ্যাকাউন্ট খোলা হয়েছে।
অর্থাৎ ডিসেম্বরে শুধু ৪৫ লাখ এসআইপি অ্যাকাউন্ট বন্ধ হওয়াই নয়, নতুন অ্যাকাউন্ট খোলার সংখ্যাও অনেকটাই কমে গিয়েছে।