MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Business News
  • Other Business
  • 8th Pay Commission: অষ্টম পে কমিশন নিয়ে মেগা আপডেট, বেতন শুনলে চমকে যাবেন আপনিও

8th Pay Commission: অষ্টম পে কমিশন নিয়ে মেগা আপডেট, বেতন শুনলে চমকে যাবেন আপনিও

ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

2 Min read
Author : Subhankar Das
| Updated : Jan 22 2025, 05:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
116
আর এরপরেই সরকারি কর্মচারীরা বেজায় খুশি
Image Credit : our own

আর এরপরেই সরকারি কর্মচারীরা বেজায় খুশি

কারণ, বেতন এক ধাক্কায় অনেকটাই বাড়তে চলেছে (8th pay commission pay matrix)।

216
বিশেষজ্ঞদের মতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর করা হতে পারে
Image Credit : our own

বিশেষজ্ঞদের মতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর করা হতে পারে

অবশ্য সরকারি কর্মচারীদের বেতন ঠিক কতটা বাড়বে, তা নির্ভর করছে ফিটমেন্ট ফ্যাক্টরের (8th pay commission fitment factor) উপর। 

316
এটা মূলত এক ধরণের গুণফল
Image Credit : our own

এটা মূলত এক ধরণের গুণফল

অন্যদিকে, সপ্তম বেতন কমিশনের আওতায় ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ২.৫৭।

416
তখন বেসিক স্যালারি ৭ হাজার টাকা থেকে বেড়ে ১৮ হাজার টাকা হয়েছিল
Image Credit : our own

তখন বেসিক স্যালারি ৭ হাজার টাকা থেকে বেড়ে ১৮ হাজার টাকা হয়েছিল

আর এবার অষ্টম বেতন কমিশনে (8th pay commission news) ফিটমেন্ট ফ্যাক্টর হতে পারে ২.৮৬। 

516
অর্থাৎ, বেসিক স্যালারি একধাক্কায় ৫১,৪৮০ টাকায় পৌঁছে যেতে পারে বলে মনে করা হচ্ছে
Image Credit : our own

অর্থাৎ, বেসিক স্যালারি একধাক্কায় ৫১,৪৮০ টাকায় পৌঁছে যেতে পারে বলে মনে করা হচ্ছে

মানে ১৮ হাজার টাকা থেকে প্রায় ১৮৬ শতাংশ বৃদ্ধি। 

616
তবে একধিক ডিডাকশনও রয়েছে আবার (8th pay commission salary)
Image Credit : our own

তবে একধিক ডিডাকশনও রয়েছে আবার (8th pay commission salary)

ফলে, এই পরিমাণ টাকা হাতে নাও আসতে পারে। 

716
তাহলে এবার বিভিন্ন পদের কর্মীদের কত টাকা বেতন বাড়তে পারে, সেটা দেখে নেওয়া যাক
Image Credit : our own

তাহলে এবার বিভিন্ন পদের কর্মীদের কত টাকা বেতন বাড়তে পারে, সেটা দেখে নেওয়া যাক

লেভেল ১: পিওন, অ্যাটেন্ডেন্টস, মাল্টি টাস্কিং স্টাফরা লেভেল ১-এ আওতায় পড়েন। বর্তমানে তাদের বেসিক স্যালারি ১৮ হাজার টাকা। তবে অষ্টম বেতন কমিশনে তাদের বেসিক স্যালারি গিয়ে দাঁড়াতে পারে ৫১,৪৮০ টাকাইয়। অর্থাৎ ৩৩,৪৮০ টাকা বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে।

816
লেভেল ২: লোয়ার ডিভিশনাল ক্লার্করাও চলে আসেন লেভেল ২-এর আওতায়
Image Credit : our own

লেভেল ২: লোয়ার ডিভিশনাল ক্লার্করাও চলে আসেন লেভেল ২-এর আওতায়

তাদের বেসিক স্যালারি আবার ১৯,৯০০ টাকা থেকে বেড়ে ৫৬,৯১৪ টাকা হতে পারে। ফলে, বেতন বাড়তে পারে প্রায় ৩৭,০১৪ টাকা।

916
লেভেল ৩: সাধারণত লেভেল ৩-এর আওতায় পড়েন কনস্টেবল এবং দক্ষ স্টাফরা
Image Credit : our own

লেভেল ৩: সাধারণত লেভেল ৩-এর আওতায় পড়েন কনস্টেবল এবং দক্ষ স্টাফরা

বর্তমানে তাদের বেসিক স্যালারি ২১,৭০০ টাকা। তবে অষ্টম বেতন কমিশনের ফলে, তা বেড়ে দাঁড়াতে পারে ৬২,০৬২ টাকা। অর্থাৎ, ৪০,৩৬২ টাকা বেতন বৃদ্ধি পেতে চলেছে।

1016
লেভেল ৪: স্টেনোগ্রাফার এবং জুনিয়র ক্লার্করা আসেন লেভেল ৪-এর আওতায়
Image Credit : our own

লেভেল ৪: স্টেনোগ্রাফার এবং জুনিয়র ক্লার্করা আসেন লেভেল ৪-এর আওতায়

তাদের বেসিক স্যালারি ২৫,৫০০ টাকা থেকে বেড়ে ৭২,৯৩০ টাকা হতে পারে। অর্থাৎ, ৪৭,৪৩০ টাকা বেতন বৃদ্ধির সম্ভাবনা।

1116
লেভেল ৫: সিনিয়র ক্লার্ক, সহকারী অথবা টেকনিক্যাল স্টাফরা লেভেল ৫-এর আওতায় পড়েন
Image Credit : our own

লেভেল ৫: সিনিয়র ক্লার্ক, সহকারী অথবা টেকনিক্যাল স্টাফরা লেভেল ৫-এর আওতায় পড়েন

তবে তাদের বেসিক স্যালারি ২৯,২০০ টাকা থেকে বেড়ে ৮৩,৫১২ টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। মাইনে বাড়তে পারে প্রায় ৫৪,৩১২ টাকা।

1216
লেভেল ৬: ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর এবং জুনিয়র ইঞ্জিনিয়াররা লেভেল ৬-এর আওতায় পড়েন
Image Credit : our own

লেভেল ৬: ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর এবং জুনিয়র ইঞ্জিনিয়াররা লেভেল ৬-এর আওতায় পড়েন

তাদের বেসিক স্যালারি প্রায় ৬৫,৮৪৪ টাকা বাড়তে চলেছে। তার মানে ৩৫,৪০০ টাকা থেকে বেতন পৌঁছে যেতে পারে ১,০১,২৪৪ টাকায়।

1316
লেভেল ৭: লেভেল ৭-এর আওতায় পড়েন সুপারিনটেনডেন্ট, সেকশন অফিসার অথবা সহকারী ইঞ্জিনিয়াররা
Image Credit : our own

লেভেল ৭: লেভেল ৭-এর আওতায় পড়েন সুপারিনটেনডেন্ট, সেকশন অফিসার অথবা সহকারী ইঞ্জিনিয়াররা

তাদের বেসিক স্যালারি ৪৪,৯০০ টাকা থেকে বেড়ে ১,২৮,৪১৪ টাকা হতে পারে বলে ধারণা। সেক্ষেত্রে মাইনে বাড়বে ৮৩,৫১৪ টাকা।

1416
লেভেল ৮: সিনিয়র সেকশন অফিসার অথবা সহকারী অডিট অফিসাররা সাধারণত লেভেল ৮-এর আওতায় আসেন
Image Credit : our own

লেভেল ৮: সিনিয়র সেকশন অফিসার অথবা সহকারী অডিট অফিসাররা সাধারণত লেভেল ৮-এর আওতায় আসেন

তাদের বেসিক মাইনে বাড়বে প্রায় ৮৮,৫৩৬ টাকা। অর্থাৎ, মাসিক বেতন ৪৭,৬০০ টাকা থেকে বেড়ে হতে চলেছে ১,৩৬,১৩৬ টাকা।

1516
ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (DSPs) অথবা অ্যাকাউন্টস অফিসাররা লেভেল ৯-এর আওতায় পড়েন
Image Credit : our own

ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (DSPs) অথবা অ্যাকাউন্টস অফিসাররা লেভেল ৯-এর আওতায় পড়েন

লেভেল ৯: তাদের বেসিক স্যালারি ৫৩,১০০ টাকা থেকে বেড়ে ১,৫১,৮৬৬ টাকা হতে চলেছে। বেতন বাড়ছে প্রায় ৯৮,৭৬৬ টাকা।

1616
গ্রুপ A অফিসার, যেমন সহকারী কমিশনার বা IAS, IPS এবং IFS-রা আসেন লেভেল ১০-এর আওতায়
Image Credit : our own

গ্রুপ A অফিসার, যেমন সহকারী কমিশনার বা IAS, IPS এবং IFS-রা আসেন লেভেল ১০-এর আওতায়

লেভেল ১০:  বর্তমানে তাদের বেসিক স্যালারি ৫৬,১০০ টাকা। অষ্টম বেতন কমিশন চালু হলে, তা বেড়ে হবে ১,৬০,৪৬৬ টাকা। অর্থাৎ, মাইনে বাড়ছে প্রায় ১,০৪,৩৪৬ টাকা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
লটারি জিতলেই কি পুরো টাকা অ্যাকাউন্টে ঢোকে? জেনে নিন ট্যাক্স কেটে কত টাকা পাওয়া যায়!
Recommended image2
Republic Day Sale: ১০০০ টাকার কমে মিলবে সেরা ৫টি স্যান্ডউইচ মেকার, অ্যামাজন সেল সম্পর্কে রইল বিস্তারিত
Recommended image3
Gold Price Today: লক্ষ্মীবারে এক লাফে অনেকটা দাম কমলো সোনার! ২২ ও ২৪ ক্যারেট আজ কততে বিকোচ্ছে জেনে নিন?
Recommended image4
Share Market Today: লক্ষ্মীবারে বাজারের পতনের পর, আজ নজরে রাখতে পারেন এই স্টকগুলি
Recommended image5
আকাশছোঁয়া সোনা-রূপার দাম! কেনার এটাই কি সঠিক সময়? দাম কোথায় স্থির হবে জেনে নিন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved