- Home
- Business News
- Other Business
- জোড়া সুখবর আসছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের, বেতন পার করবে ৫০ হাজরের গণ্ডি, ন্যূনতম পেনশন হবে ২৫,০০০
জোড়া সুখবর আসছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের, বেতন পার করবে ৫০ হাজরের গণ্ডি, ন্যূনতম পেনশন হবে ২৫,০০০
- FB
- TW
- Linkdin
একের পর এক সুখবর সরকারি কর্মীদের জন্য। শীঘ্রই আর্থিক দিক থেকে উপকৃত হতে চলেছেন তাঁরা। মিলবে জোড়া সুখবর। প্রায় ৪৮.৬২ লক্ষ কর্মচারী এবং ৭৭.৪৫ লক্ষ পেনশনভোগীরা উপকৃত হবে।
আগামী বছর বাড়বে বেতন কেন্দ্রীয় সরকারি কর্মীদের। প্রায় দ্বিগুণ হবে বেতন, বাড়বে পেনশনও। এমনই খবর সর্বত্র।
অষ্টম পে কমিশন কার্যকারী হবে ২০২৬ সালে আর সেই কমিশন কার্যকারী হলে কর্মীদের ন্যূনতম বেতন হবে ১৮ হাজার থেকে বেড়ে হবে ৫১,৪৮০ টাকা। তেমনই ন্যূনতম পেনশন হবে ২৫,৭৫০ টাকার অধিক।
পেনশেন ভোগীদের মৃত্যুর ক্ষেত্রে পেনশনের ৬০ শতাংশ পাবেন স্ত্রীরা। তেমনই ২৫ বছরের পরিষেবা দিলেই মিলবে পেনশন। বেতন কমিশনে সরকারি কর্মচারীদের বেতন ও পেনশন বিভিন্ন অর্থনৈতিক মাপকাঠিতে বাড়ে বেতন। ১০ বছর অন্তর গঠিত হয় বেতন কমিশন।
২০২৬ সালে বেসিক পে হবে ১৮ হাজার থেকে ৩৪ হাজার ৫৬০ টাকা। এর প্রভাবে বাড়তে পারে বেতন। বেসিক পে ও বাকি অ্যালাউন্স মিলে ৫০ হাজার টাকা গণ্ডি ছাড়িয়ে যাবে বেতন।
২০২৬ সালে অষ্টম বেতন কমিশনের সুবিধা মিলবে। তাই এখন থেকেই অষ্টম বেতন কমিশেনের দাবি ধীরে ধীরে উঠেছে এখন থেকে।
জানা গিয়েছে, এবার ফিটমেন্ট ফ্যাক্টর ২.৮৬ করা হতে পারে। এমনই জানান ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসাল্টেটিভ মেশিনারির সচিব শি গোপাল মিশ্র। ২.৫৭ থেকে ৩.৬৮ পর্যন্ত বৃদ্ধি হবে ফিটমেন্ট ফ্যাক্টর। এতে ২০ থেকে ২৫ হাজার বাড়বে বেতন।
এদিকে সপ্তম পে কমিশনে ২৬ হাজার টাকা মাসিক ন্যূনতম বেতনের দাবি করা হয়েছিল তা মানা হয়নি। এবার অপেক্ষা আগামী পদক্ষেপ কী হবে।
তাই ডবল সুখবর পাবেন কেন্দ্রীয় কর্মীরা। ২০২৬ সালে যে পে কমিশন গঠিত হবে তাতে দ্বিগুণ বাড়বে বেতন।
সব মিলিয়ে ভবিষ্যতের বছরগুলো সুখবর আনতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য।