সংক্ষিপ্ত

আগামী ২০২৫ সালের ৭ জানুয়ারি থেকে টিকিট বুকিং শুরু।

অফার অনুযায়ী, ১,৫৯৯ টাকা থেকে শুরু করে টিকিট বুক করা যাবে। দেশীয় এবং আন্তর্জাতিক উভয় রুটেই এই অফার প্রযোজ্য। আকাশ এয়ারের ওয়েবসাইট www.akasaair.com অথবা মোবাইল অ্যাপ ব্যবহার করে যাত্রীরা তাদের টিকিট বুক করতে পারবেন।

আন্তর্জাতিক রুটের বুকিংয়ে NEWYEAR প্রোমো কোড ব্যবহার করে যাত্রীরা ২৫ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ৩ জানুয়ারির মধ্যে যাত্রীরা টিকিট বুক করতে পারবেন। ২০২৫ সালের ৭ জানুয়ারি থেকে যাত্রার জন্য এই টিকিট বুকিং করা যাবে।

দেশের অন্যতম সস্তা বিমান সংস্থা আকাশ এয়ার নববর্ষ উপলক্ষে বিশেষ ছাড় ঘোষণা করেছে।

যাত্রীদের জন্য মোবাইল ফোন সহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস চার্জ করার জন্য ইউএসবি পোর্ট, স্বাস্থ্যকর খাবার সহ অনবোর্ড মিল সার্ভিস ইত্যাদি সুবিধা আকাশ এয়ার প্রদান করে। এছাড়াও, যাত্রীরা তাদের পোষা প্রাণী নিয়েও ভ্রমণ করতে পারবেন। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল লিপিতে নিরাপত্তা নির্দেশিকা কার্ড এবং অনবোর্ড মেনু কার্ড আকাশ এয়ার চালু করেছে।

সময়ানুবর্তিতা বজায় রাখার ক্ষেত্রে বিমান পরিবহন মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকায় আকাশ এয়ার শীর্ষস্থান অধিকার করেছে। ডিজিসিএ'র তথ্য অনুযায়ী, ৯২.৬% সময়ানুবর্তিতা বজায় রেখেছে আকাশ এয়ার। ইন্ডিগো এবং ভিস্তারাকে পেছনে ফেলে আকাশ এয়ার এই সাফল্য অর্জন করেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।