- Home
- Business News
- Other Business
- ATM Transaction Rules: বড় পরিবর্তন! ATM থেকে টাকা তোলা আরও সহজ, তুলতে পারবেন ৫০ হাজার পর্যন্ত
ATM Transaction Rules: বড় পরিবর্তন! ATM থেকে টাকা তোলা আরও সহজ, তুলতে পারবেন ৫০ হাজার পর্যন্ত
ATM Transaction: গ্রাহকদের সুবিধার্থে ব্যাঙ্কিং সেক্টরে আসছে বড় পরিবর্তন। এবার থেকে ATM-এ টাকা তোলা হবে আরও সহজ এবং গ্রামীণ এলাকায় মাসে ৮ বার পর্যন্ত টাকা তোলা যাবে। প্রবীণ ব্যক্তিরা ATM থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন।

ফের গ্রাহকদের কথা মাথায় রেখে বিরাট পরিবর্তন আসছে ব্যাঙ্কিং সেক্টরে (Banking Sector)। এবার থেকে টাকা তোলা হবে আরও সহজ।
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সরকারি ও বেসরকারি খাতের ব্যাঙ্কগুলোর (Bank) সঙ্গে সমন্বয় করে নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে। যার দ্বারা উপকৃত হবেন সাধারণ মানুষ।
এবার থেকে এটিএম-এ (ATM) টাকা তোলা হবে আরও সহজ। অধিক টাকা তুললে বহন করতে হবে না বাড়তি খরচ।
এবার থেকে মাসে ৮ বার পর্যন্ত টাকা তোলা যাবে এটিএম (ATM) থেকে। গ্রামীণ এলাকায় প্রযোজ্য এই নিয়ম।
প্রবীণ ব্যক্তিরা এবার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন এটিএম (ATM) থেকে।
রাত ১০টা থেকে সকাল ৬টার মধ্যে টাকা তুললে আর বাড়তি চার্জ (Charges) কাটবে না।
এমার্জেন্সি টাকা তোলার জন্য এবার থেকে মোবাইলে ওটিপি (OTP) আসবে।
তেমনই নেট ব্যাঙ্কিং থেকে ফিক্সড ডিপোজিট সবেতে আসছে পরিবর্তন। এবার থেকে আরও সহজ হবে ব্যাঙ্কের কাজ।
টাকা তোলা যেমন হবে সহজ তেমনই আর থাকবে না কোনও জটিলতা।
গ্রাহকদের সুবিধার্থে নানান পরিবর্তন আনা হচ্ছে ব্যাঙ্কিং সেক্টরে। শীঘ্রই এটিএম ব্যবস্থায় এমন সুবিধা আসতে চলেছে।

