- Home
- Business News
- Other Business
- Bank holiday 2025: ১৬ জানুয়ারি পর্যন্ত টানা ব্যাঙ্ক বন্ধ, ছুটির তালিকা না দেখলে সমস্যায় পড়বেন
Bank holiday 2025: ১৬ জানুয়ারি পর্যন্ত টানা ব্যাঙ্ক বন্ধ, ছুটির তালিকা না দেখলে সমস্যায় পড়বেন
- FB
- TW
- Linkdin
রবিবার ব্যাঙ্ক বন্ধ
আজ রবিবার সরকারি বেসরকারি প্রায় সব ব্যাঙ্কই বন্ধ থাকে। তবে অনলাইন ব্যবস্থা চালু থাকে।
শনিবারও ছুটি ছিল
মাসের দ্বিতীয় শনিবার হওয়া গতকালও, শনিবারও বন্ধ ছিল দেশের সরকারি ব্যাঙ্ক। অনেক বেসরকারি ব্যাঙ্ক আবার সপ্তাহে দুই দিন ছুটি দিয়ে তাকে।
সোমবার থেকে কর্মদিবস
সোমবার থেকে শুরু হচ্ছে কর্মদিবস। কিন্তু অনেক রাজ্যে সোমবারও বন্ধ থাকছে ব্যাাঙ্ক
১৩ জানুয়ারি
লোহরি উৎসব উপলক্ষ্যে পঞ্জাব সহ পার্শ্ববর্তী এলাকায় বন্ধ থাকবে ব্যাঙ্ক।
১৫ জানুয়ারি
মকর সংক্রান্তি এবং পোঙ্গল উৎসবের দরুণ তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
১৬ জানুয়ারি
তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, অসমে এদিন ব্যাঙ্ককর্মীদের ছুটি রয়েছে। মূলত তিরুবল্লবুর দিবস, মাঘ বিহু, টুসু দিবস এবং বাংলার মকর সংক্রান্তি উপলক্ষ্যে এই ছুটি ঘোষণা করা হয়েছে।
১৬ জানুয়ারি
উজ্জবর তিরুনল উৎসবের দরুণ ব্যাঙ্ক ছুটি দক্ষিণ ভারতে।
১৯ জানুয়ারি
রবিবার পড়ায় এই দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের কাজকর্ম।
২৩ জানুয়ারি
নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষ্যে সারা দেশে এদিন জাতীয় ছুটি ঘোষণা হয়েছে।
২৫ ও ২৬ জানুয়ারি
২৫ জানুয়ারি চতুর্থ শনিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্ক। ২৬ জানুয়ারি রবিবার ও সাধারণতন্ত্র দিবস।