- Home
- Business News
- Other Business
- Bank Holidays: আজ থেকে টানা প্রায় এক সপ্তাহ বন্ধ থাকবে ব্যাঙ্ক! কবে খুলছে? রইল আপডেট তারিখ
Bank Holidays: আজ থেকে টানা প্রায় এক সপ্তাহ বন্ধ থাকবে ব্যাঙ্ক! কবে খুলছে? রইল আপডেট তারিখ
আজ থেকে টানা ৬ দিন বন্ধ রাজ্যের সমস্ত ব্যাঙ্ক! ফের কবে খুলবে? দুর্গাপুজো আর শনিবার মিলিয়ে গোটা রাজ্যে টানা ৬ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। কবে ফের যেতে পারবেন ব্যাঙ্কে! জেনে নিন তারিখ

চতুর্থ শনিবার থেকে টানা বন্ধ হয়ে গেল ব্যাঙ্ক। আপনার এলাকার ব্যাঙ্কেরও ঝাঁপ বন্ধ আপাতত। দুর্গাপুজোর ছুটিতে এখন বন্ধ থাকবে ব্যাঙ্কগুলি। কিন্তু ফের কবে খুলবে? জেনে নিন সেই তারিখ
দেখে নেওয়া যাক কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক
দুর্গাপুজোয় মহাসপ্তমী থেকে বিজয়া দশমী পর্যন্ত পুজোর ছুটি হিসাবে ব্যাঙ্ক বন্ধ থাকবে। মহাষষ্ঠী রবিবার হওয়াতে এমনিই ছুটি।
অন্যদিকে মহাপঞ্চমীর দিন মাসের চতুর্থ শনিবার হওয়ায় বন্ধ ছিল ব্যাঙ্ক। অর্থাৎ টানা ৬ দিন বন্ধ থাকবে রাজ্যের বিভিন্ন ব্যাঙ্কগুলি।
শুধুমাত্র পশ্চিমবঙ্গই নয়, এই রাজ্য ছাড়াও আগরতলা-সহ গোটা ত্রিপুরাতেই বন্ধ থাকবে ব্যাঙ্ক। একই সঙ্গে মহাষ্টমী এবং ২ অক্টোবর গান্ধী জয়ন্তী উপলক্ষেও বন্ধ থাকছে সমস্ত ব্যাঙ্ক।
ব্যাঙ্ক বন্ধ থাকলেও সমস্ত ধরনের অনলাইন পরিষেবা সচল থাকবে। একই সঙ্গে সচল থাকবে এটিএমের মাধ্যমে লেনদেন পরিষেবাও।
জানা গিয়েছে, ২৭ সেপ্টেম্বর অর্থাৎ শনিবার থেকেই বন্ধ হয়ে গিয়েছে সরকারি-বেসরকারি সমস্ত ব্যাঙ্ক। ফের তা খুলবে আগামী সপ্তাহের শুক্রবার অর্থাৎ ৩ অক্টোবর। টানা ৬ দিন বন্ধ থাকবে এই রাজ্যের সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাঙ্ক।

