- Home
- Business News
- Other Business
- UPI: অনলাইন পেমেন্টের আগে সাবধান! যেকোনও মুহূর্তে অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যেতে পারে টাকা, এটা না দেখে পেমেন্ট করবেন না
UPI: অনলাইন পেমেন্টের আগে সাবধান! যেকোনও মুহূর্তে অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যেতে পারে টাকা, এটা না দেখে পেমেন্ট করবেন না
মে ২০২৫ সালে UPI লেনদেনের সংখ্যা ১৮.৬৮ বিলিয়ন ছুঁয়েছে। তবে UPI পেমেন্ট করার আগে সাবধান না হলে অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে। ডিজিটাল প্রতারণা থেকে বাঁচতে গ্রাহকদের নির্দিষ্ট কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে।

এই বছর UPI লেনদেনে বছরে ৩৩ শতাংশ বেড়ে গিয়েছে। মে ২০২৫ সালে UPI লেনদেনের সংখ্যা দাঁড়িয়েছে ১৮.৬৮ বিলিয়ন। তবে UPI পেমেন্ট করার আগে সাবধান!
পেমেন্ট করার আগে কিছু জিনিস না মানলে অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে।দিন দিন বেড়ে যাচ্ছে সাইবার প্রতারণার সংখ্যা।
আরবিআই সাইবার প্রতারণার কারণে হওয়া ক্ষতির বিষয়ে কোনো তথ্য রাখে না, তবে কার্ড, ইন্টারনেট এবং ডিজিটাল পেমেন্টের অন্তর্ভুক্ত প্রতারণায় মোট ১০৭.২১ কোটি টাকা ক্ষতি হয়েছে।
ডিজিটাল প্রতারণা থেকে বাঁচতে গ্রাহকদের নির্দিষ্ট কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে। SMS বা WhatsApp-এ সন্দেহজনক লিঙ্ক পেলে তা ডাউনলোড করবেন না।
সবসময় যেকোনও ট্রানজেকশনের বৈধতা সম্পর্কে নিশ্চিত না হওয়া পর্যন্ত টাকা স্থানান্তর করবেন না।
হঠাৎ টাকা কেটে গেলে UPI অ্যাকাউন্ট সাময়িকভাবে ব্লক করে ফেলুন।
কখনও নিজের OTP কারও সঙ্গে ভাগ করবেন না, এমনকি ব্যাংকের কর্মচারীর সঙ্গেও নয়।

