সংক্ষিপ্ত
শেয়ার বাজারে বিনিয়োগ এখন পরিচিত একটি বিষয়। তবে শেয়ার বাজার কবে কবে বন্ধ থাকে, সেটাও তো জেনে রাখতে হবে।
শেয়ার বাজারে বিনিয়োগ এখন পরিচিত একটি বিষয়। তবে শেয়ার বাজার কবে কবে বন্ধ থাকে, সেটাও তো জেনে রাখতে হবে। তাই আগামী ২০২৫ সালের কোন কোন দিন শেয়ার বাজার বন্ধ থাকবে, সেটা জেনে নিন।
বোম্বে স্টক এক্সচেঞ্জ (BSE) এবং ন্যাশনাল এক্সচেঞ্জ (NSE) ইতিমধ্যেই আগামী ২০২৫ সালের স্টক মার্কেট ছুটির তালিকা ঘোষণা করে দিয়েছে। আর সেই ক্যালেন্ডার অনুযায়ী, আসন্ন ২০২৫ সালে BSE এবং NSE-তে মোট ১৪টি ট্রেডিং দিনের জন্য ট্রেডিং সেশন পুরোপুরি বন্ধ থাকবে। NSE একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে যে, দীপাবলীর দিন বিশেষ এক ঘণ্টার একটি ট্রেডিং সেশন হবে আগামী ২১ অক্টোবর, ২০২৫।
সেই আবার মঙ্গলবার। মুহুরত ট্রেডিং সেশনের সময় অবশ্য পরে জানানো হবে। স্টক এক্সচেঞ্জ অনুযায়ী, যে দিনগুলিতে আগামী ২০২৫ সালে বিএসই এবং এনএসইতে সাধারণ লেনদেন বন্ধ থাকবে তার একটি তালিকা দেখে নিন।
আগামী ২০২৫ সালে, শেয়ার বাজারের ছুটি কবে কবে?
২৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বুধবার): মহাশিবরাত্রি
১৪ মার্চ, ২০২৫ (শুক্রবার): হোলি
৩১ মার্চ, ২০২৫ (সোমবার): ইদ-উল-ফিতর
১০ এপ্রিল, ২০২৫ (বৃহস্পতিবার): শ্রী মহাবীর জয়ন্তী
১৪ এপ্রিল, ২০২৫ (সোমবার): ডঃ বাবা সাহেব আম্বেদকর জয়ন্তী
১৮ এপ্রিল, ২০২৫ (শুক্রবার): গুড ফ্রাইডে
১ মে, ২০২৫ (বৃহস্পতিবার): মহারাষ্ট্র দিবস
১৫ আগস্ট, ২০২৫ (শুক্রবার): স্বাধীনতা দিবস
২৭ আগস্ট, ২০২৫ (বুধবার): গণেশ চতুর্থী
২ অক্টোবর, ২০২৫ (বৃহস্পতিবার): মহাত্মা গান্ধী জয়ন্তী/দশেরা
২১ অক্টোবর, ২০২৫ (মঙ্গলবার) দিওয়ালি লক্ষ্মী পূজা
২২ অক্টোবর, ২০২৫ (বুধবার): দিওয়ালি-বলিপ্রতিপদ
৫ নভেম্বর, ২০২৫ (বুধবার): প্রকাশ দিবস শ্রী গুরু নানক দেব
২৫ ডিসেম্বর, ২০২৫ (বৃহস্পতিবার):
আগামী বছরে ফেব্রুয়ারি, মে, নভেম্বর এবং ডিসেম্বরে একটি করে দিন স্টক মার্কেট ছুটি থাকবে। মার্চ ও আগস্ট মাসে দুটি করে এবং এপ্রিল ও অক্টোবর মাসে তিনটি ট্রেডিং ছুটি থাকবে। বিএসই এবং এনএসই অনুযায়ী, ২০২৫ সালের চারটি স্টক মার্কেটের ছুটির দিন শনিবার/রবিবারও পড়বে। যার মানে সাপ্তাহিক ছুটির কারণে, স্টক এক্সচেঞ্জে স্বাভাবিক ট্রেডিং কার্যকলাপ এমনিতেই বন্ধ থাকবে।
২৬ জানুয়ারি ২০২৫ (রবিবার): প্রজাতন্ত্র দিবস
৬ এপ্রিল, ২০২৫ (রবিবার): শ্রী রাম নবমী
৭ জুন, ২০২৫ (শনিবার): বকরি ইদ
৬ জুলাই, ২০২৫ (রবিবার): মহরম।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।