- Home
- Business News
- Other Business
- Budget 2025: মধ্যবিত্তদের জন্য একের পর এক সুখবর! ট্যাক্স থেকে জিনিসের দাম, কী কী চমক ছিল এই বাজেটে?
Budget 2025: মধ্যবিত্তদের জন্য একের পর এক সুখবর! ট্যাক্স থেকে জিনিসের দাম, কী কী চমক ছিল এই বাজেটে?
Budget 2025: মধ্যবিত্তদের জন্য একের পর এক সুখবর! ট্যাক্স থেকে জিনিসের দাম কী কী চমক ছিল এই বাজেটে?

একনজরে বাজেট ২০২৫-২০২৬
অষ্টমবারের মতো কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ২০২৫-২০২৬ সালে একনজরে কী কী ছিল কেন্দ্রীয় বাজেটে তা জেনে নেওয়া প্রয়োজন-
কেমন ছিল আজকের বাজেট
মধ্যবিত্তদের জন্যই এই বাজেট ঘোষণার কথা প্রথমে বলেছিলেন অর্থমন্ত্রী। তিনি জানিয়েছিলেন মধ্যবিত্তদের কথা মাথায় রেখে এই বাজেট পেশ করা হবে সেই মতো একের পর এক চমক ছিল কেন্দ্রীয় বাজেটে।
কী কী জিনিসের দাম কমলো?
প্রথমে আসা যাক এই বাজেটে কী কী জিনিসের দাম কমলো? আসুন এক নজরে দেখে নেওয়া যাক কী জিনিসের দাম কমেছে।
কমলো মোবাইলের দাম!
দাম কমেছে মোবাইল, LED TV, চামড়ার জিনিসের। এ ছাড়াও বৈদ্যুতিক গাড়ি ও বরফ জাত মাছের দাম কমল বলে জানা গিয়েছে। দাম কমলো দেশীয় পোশাকের।
আয়করে কত ছাড়?
আয়করের ক্ষেত্রেও দারুণ ছাড় দিয়েছে মোদী সরকার। জানা গিয়েছে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কোনও আয়কর। ২৪ লক্ষ টাকা আয়ে দিতে হবে ৩০ শতাংশ আয়কর।
FDI এ চমক-
FDI লিমিটেও দারুণ চমক। ইনস্যুরেন্স সেক্টরে ৭৫ শতাংশ থেকে বেড়ে ১০০ শতাংশ হল এফডিআই লিমিট।
পর্যটন কেন্দ্র নিয়ে ঘোষণা
৫০টি পর্যটন কেন্দ্রকে ঢেলে সাজানোর পরিকল্পনার কথা জানানো হয়েছে কেন্দ্রীয় বাজেটে। এতে লাভবান হবেন বহু মানুষ।
১২০টি বিমানবন্দর তৈরি
দেশে নতুন মোট ১২০ টি বিমানবন্দর তৈরির ঘোষণা। ৩টি বিমান বন্দর তৈরি হবে বিহারে।
ক্যান্সার চিকিৎসায় দারুণ চমক
ক্যান্সার চিকিৎসা নয়ে দারুণ ঘোষণা হয়েছে এই বাজেটে। প্রতটি সরকারি হাসপাতালে আলাদা করে ক্যান্সার সেন্টার থাকবে বলে জানা গিয়েছে। দামও কমবে ক্যান্সারের ওষুধের বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। ক্যান্সারের ওষুধের উপর থেকে শুল্ক ছাড় দিল কেন্দ্র।
ওষুধের দাম কমলো
এ ছাড়াও বেশ কিছু জীবনদায়ী ওষুধের দামের উপর থেকে শুল্ক ছাড় ফলে দাম কমবে।
মেডিক্যাল কলেজে আসন বৃদ্ধি
মেডিক্যালে আসন বৃদ্ধি মেডিক্যাল কলেজগুলিতে আগামী পাঁচ বছরে ৭৫ হাজার আসন বৃদ্ধির ঘোষণা অর্থমন্ত্রীর। আগামী বছর বৃদ্ধি করা হবে ১০ হাজার আসন।