- Home
- Business News
- Other Business
- BUDGET 2025: আবাস যোজনা থেকে কিষান সম্মান নিধি! বাজেটে কি একাধিক চমক?
BUDGET 2025: আবাস যোজনা থেকে কিষান সম্মান নিধি! বাজেটে কি একাধিক চমক?
আগামী ১ ফেব্রুয়ারি, কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
110

Image Credit : our own
কেমন হবে বাজেট?
তা নিয়ে এখন জোর চর্চা।
210
Image Credit : our own
বিশেষ করে কোন কোন ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে, তা নিয়ে সাধারণ মানুষ বেশ উৎসুক
তবে শুধু ছাড় পাওয়া নয়। বাড়তি কোন কোন সুবিধা পাওয়া যায়, সেদিকেও নজর রয়েছে অনেকের।
310
Image Credit : X Twitter
আসন্ন বাজেটকে কেন্দ্র করে বিশেষজ্ঞরা সরকারকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন।
বিশেষ করে সরকারি বেশ কিছু প্রকল্পকে নিয়েই তাদের এই মতামত।
410
Image Credit : Asianet News
আর এরপরই বেশ কিছু সরকারি প্রকল্প নিয়ে জল্পনা তুঙ্গে
সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল আবাস যোজনা এবং কিষান সম্মান নিধি।
510
Image Credit : PTI
সেক্ষেত্রে কী হতে পারে?
অনেকের ধারণা, প্রধানমন্ত্রী আবাস যোজনা যথেষ্ট উল্লেখযোগ্য একটি স্কিম।
610
Image Credit : twiiter
এই প্রকল্পের মাধ্যমে অনেকের পাকা বাড়ি সুনিশ্চিত হয়
তাই এই স্কিমে ভর্তুকি বাড়ানোর ঘোষণা হতে পারে আসন্ন এই বাজেটে।
710
Image Credit : our own
সেক্ষেত্রে বিরাট সুবিধা পেতে পারেন দেশের পিছিয়ে পড়া শ্রেণির নাগরিকরা
তাই বাজেটের আগে এই গুরুত্বপূর্ণ একটি দিক।
810
Image Credit : Asianet News
এবার আসা যাক কিষান সম্মান নিধি যোজনার কথায়
এই প্রকল্পটির সুবাদে বার্ষিক কিস্তিতে ৬০০০ টাকা পেয়ে থাকেন দেশের কৃষকরা।
910
Image Credit : adobe stock
সূত্রের খবর, এই স্কিমে আসন্ন বাজেটে ভর্তুকি বাড়ানো হতে পারে।
সেক্ষেত্রে বার্ষিক কিস্তি বেড়ে হতে পারে ১২,০০০ টাকা।
1010
Image Credit : our own
কৃষকদের দাবি মেনে ট্যাক্সের পরিমাণও কমানো হতে পারে
তবে বাকিটা উত্তর দেবে সময়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
Latest Videos