- Home
- Business News
- Other Business
- নির্মলার বাজেটে মিউচুয়াল ফান্ডে বড় ছাড়? বাজেট ঘিরে প্রত্যাশা তুঙ্গে মধ্যবিত্ত করদাতাদের
নির্মলার বাজেটে মিউচুয়াল ফান্ডে বড় ছাড়? বাজেট ঘিরে প্রত্যাশা তুঙ্গে মধ্যবিত্ত করদাতাদের
- FB
- TW
- Linkdin
বাজেট পেশ
১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। বাজেট ঘিরে নতুন করে প্রত্যাশা বাড়ছে। তবে এবার বাজেট নিয়ে মধ্যবিত্তের মধ্যেই প্রত্যাশা বাড়ছে।
বাজেট বিশ্লেষকদের অনুমান
বাজেট বিশ্লেষকদের অনুমান স্টার্ট আপ কোম্পানিগুলিকে সমৃদ্ধশালী করতে বেশ কিছু সুবিধে দিতে পারেন নির্মলা।
কর ব্যবস্থা পরিবর্তন
বর্তমানে দেশে দুই রকম আয়কর ব্যবস্থা রয়েছে। একটি নতুন কর কাঠামো, পুরনো কর কাঠামো।
আয় কর ব্যবস্থা
নতুন কর ব্যবস্থা। অপরটি পুরনো কর কাঠামো। আয়করদাতা নিজের ইচ্ছে মতো কাঠামো অনুযায়ী কর জমা করতে পারেন। এই নিয়মে নতুন কর কাঠামোতে ন্যূনতম ছাড়ের অঙ্ক তিন লক্ষ টাকা রেখেছে কেন্দ্র।
কর দিতে হবে না
কোনও ব্যক্তির বার্ষিক আয়ের পরিমাণ তিন লক্ষ টাকা হলে তাঁকে আয়কর বাবদ কোনও টাকা দিতে না।
আর্থিক বিশেষজ্ঞদের
আর্থিক বিশ্লেষকদের অনুমান আসন্ন বাজাটে করের অঙ্ক বৃদ্ধি করতে পারে বলেও মনে করেছে অনেকে। বার্ষিক তিন লক্ষের বদলে পাঁচ লক্ষ কর ছাড় দেওয়া হতে পারে।
মাঝারি আয়ে স্বস্তি
কেন্দ্র যদি কর ছাড় বেশি দেয় তাহলে মধ্যবিত্ত করদাতার অনেকটাই স্বস্তি পাবেন।
আরও সুপারিশ
সূত্রের খবর দীর্ঘ মেয়াদী মূলধনী লাভ বা লং টার্ম ক্যাপিটল গেইনের উপর করের ক্ষেত্রেও কিছু পরিবর্তনের সুপারিশ করেছেন আর্থিক বিশেষজ্ঞরা।
মিউচুয়ার ফাণ্ড
বর্তমানে মুদ্রাস্ফীতির এই জমানায় মধ্যবিত্তদের একাংশ স্টক আর মিউচুয়ার ফান্ডে লগ্নি করেছেন। এগুলি দীর্ঘ মেয়াদী মূলধনী লাভের আওতায়ধীন।
কর ছাড়
বর্তমানে স্টক বা মিউচুয়াল ফান্ড থেকে বছরে এক লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর ছাড় দিয়ে থাকে সরকার। এই অঙ্ক বাড়িয়ে দুই থেকে আড়াই লক্ষ করার প্রস্তাব দিয়েছেন আর্থিক বিশ্লেষকেরা। অনুমান এই পদ্ধতি নিতে বিনিয়োগের পরিমাণ আরও বাড়বে।