- Home
- Business News
- Other Business
- Budget 2026: কবে, কখন, কোন সময় বাজেট পেশ করবেন নির্মলা সীতারমণ? দেখুন ছবিতে
Budget 2026: কবে, কখন, কোন সময় বাজেট পেশ করবেন নির্মলা সীতারমণ? দেখুন ছবিতে
Budget 2026: ২০২৬ সালে কেন্দ্রীয় বাজেট পেশ করা হবে ১ ফেব্রুয়ারি, রবিবার সকাল ১১টায়। বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এক নজরে দেখে নিন বাজেট পেশের তারিখ, সময় আর কখন কোথায় তা দেখতে পাবেন।

কেন্দ্রীয় বাজেট
প্রয়াত অর্থমন্ত্রী অরুণ জেটলি ২০১৭ সালে প্রথা ভেঙে প্রথম ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন। অন্তর্বর্তীকালীন বাজেট ছাড়া একই দিনে কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়। তারপর থেকেই সপ্তাহের যে কোনও দিনে বাজেট পেশ করা হয়। এই প্রথম সরিবার পড়ছে বাজেট পেশের দিন। ১ ফেব্রুয়ারি রবিবার সকাল ১১টায় বাজেট পেশ করা হয়।
বাজেট অধিবেশন
২০২৬ সালের দুটি ভাগে হওয়ার কথা রয়েছে। প্রথমটি হবে ২৮ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি। দ্বিতীয়টি হবে ৯ মার্চ থেকে ২ এপ্রিল। ২৮ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বাজেট অধিবেশন। ইতিমধ্যেই তার অনুমতি দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
বাজেট অধিবেশনের নির্ঘণ্ট
- ২৮ জানুয়ারি বাজেট অধিবেশনের সূচনা
- ৩১ জানুয়ারি অর্থনৈতিক সমীক্ষা পেশ হতে পারে
- ১ ফেব্রুয়ারি নির্মলা সীতারণ বাজেট পেশ করবেন
- ৯ মার্চ বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের সূচনা
- ২ এপ্রিল বাজেট অধিবেশনের সমাপ্তি
বাজেট প্রক্রিয়া শুরু
২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট প্রক্রিয়া শুরু হয়েছিল ২০২৫ সালের অগস্ট মাসে। সাধারণত প্রক্রিয়াটি বাজেট সার্কুলার দিয়ে শুরু হয়। সেখানে সমস্ত মন্ত্রক, বিভাগকে তাদের নিজদের জন্য রাজস্ব ও ব্যায়ের অনুমানের হিসেব পাঠানোর জন্য একটি নির্দেশ পাঠান হয়। বাজেটের আগে মন্ত্রী পর্যায়ের বিভিন্ন দফতরের আলোচনা, পর্যালোচনা, বিশেষজ্ঞদের মতামত দেওয়া হয়। জনসাধারণের সঙ্গেও কথা বলে কেন্দ্রীয় সরকার। তারপরই বাজেট পেশ করা হয়।
বাজেট দেখা যাবে
সাধারণত বাজেটের দিন সকাল ১১টা থেকেই বাজেট উপস্থাপনা শুরু হবে। সরকারি বেসরকারি চ্যানেলে দেখা যাবে। লোকসভা ও রাজ্যসভা টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে বাজেট।

