- Home
- Business News
- Other Business
- Gold Price Rate: ফের বাড়ল সোনার দামে, গতকালের তুলনার দামের ফারাক কত? রইল বিভিন্ন শহরে সোনার রেট
Gold Price Rate: ফের বাড়ল সোনার দামে, গতকালের তুলনার দামের ফারাক কত? রইল বিভিন্ন শহরে সোনার রেট
বিয়ের মরশুমে সোনার দামে আবারও উর্ধ্বগতি। বিভিন্ন শহরে ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম বেড়ে গিয়েছে। যা ক্রেতা এবং বিক্রেতা উভয়ের জন্যই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দেখে নিন কোন শহরে সোনার দাম কত টাকা।

ফের মধ্যমিত্তের মাথায় হাত। বিয়ের মরশুমে বেড়ে গেল সোনার দাম। প্রতিমুহূর্তে পরিবর্তন হচ্ছে সোনার দাম। কখনও তা লাখ ছুুঁই ছুঁই তো কখনও দাম কমছে।
শেষ কয় মাস ধরে সোনার দাম ক্রমে বেড়ে চলেছে। মাঝে দামের পতন হলেও সে অর্থে পতন হয়নি। এবার আবারও চিন্তা ক্রেতা ও বিক্রেতা উভয়ের কপালে।
গত কালের থেকে সামান্য খানিকটা বেড়েছে দাম। এক ঝলকে দেখে নিন কোন শহরে কত দাম এই সোনালী ধাতুর।
আজ কলকাতায় সোনার দাম-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ৯০৭৫
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ৯৯০০
গতকাল কলকাতায় সোনার দাম ছিল-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ৯০২০
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ৯৮৪০
আজ চেন্নাই-এ সোনার দাম-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ৯০৭৫
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ৯৯০০
আজ মুম্বই-এ সোনার দাম-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ৯০৭৫
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ৯৯০০
আজ দিল্লিতে সোনার দাম-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ৯০৯০
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ৯৯০১৫
আজ বেঙ্গালুরু সোনার দাম-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ৯০৭৫
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ৯৯০০
আজ আমেদাবাদে সোনার দাম-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ৯০৮০
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ৯৯০৫
আজ পুনে সোনার দাম-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ৯০৭৫
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ৯৯০০
আজ কেরালাতে সোনার দাম-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ৯০৭৫
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ৯৯০০
আজ পাটনায় সোনার দাম-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ৯০৮০
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ৯৯০৫

