সংক্ষিপ্ত

মহিলাদের জন্য রয়েছে দুটি সঞ্চয় স্কিম। একটি সুকন্যা সমৃদ্ধি এবং অন্যটি MSSC বা মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট। এই স্কিমে দুই বছরে দুই লাখ টাকা পর্যন্ত জমা করতে পারবেন। দুই বছরের মাথায় ম্যাচিওর হয় এই স্কিমের টাকা।

সরকারি প্রকল্পে বিনিয়োগ হলো মধ্যবিত্ত, নিম্নবিত্তের কাছে আশা ও ভরসার একমাত্র জায়গা। তার মধ্যে অন্যতম পোস্ট অফিসের স্মল সেভিংস যোজনা। এবার ২ বছরেই লক্ষ টাকা জমান। এই প্রকল্পে বিনিয়োগ করে মালামাল হয়ে যান আপনিও। সরকারি যোজনায় বিনিয়োগ করে নিশ্চিন্ত থাকতে চান বিনিয়োগকারীরা। কেননা সব সময়েই সুরক্ষিত থাকে এই টাকা।

টেক্কা দেবে লক্ষ্মীর ভান্ডারকে

মহিলাদের জন্য রয়েছে দুটি সঞ্চয় স্কিম। একটি সুকন্যা সমৃদ্ধি এবং অন্যটি MSSC বা মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট। এই স্কিমে দুই বছরে দুই লাখ টাকা পর্যন্ত জমা করতে পারবেন। দুই বছরের মাথায় ম্যাচিওর হয় এই স্কিমের টাকা।

মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট যোজনার পাশাপাশি পোস্ট অফিসের সুকন্যা সমৃদ্ধি যোজনাতেও সুদের হার অনেকটাই বেশি পাওয়া যায়। মনে রাখবেন, কোনো যোজনার আওতায় অর্থ বিনিয়োগ করার আগে একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ গ্রহণ করুন। এই স্কিমে ২ লাখ থেকেই ৩২ হাজার ৪৪ টাকার সুদ পাবেন মহিলারা। এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে দশ বছরের বেশি বয়স হতে হবে।

সবচেয়ে বড় বিষয় হলো, এই স্কিমের আওতায় একটির বেশি অ্যাকাউন্ট খুলতে পারবেন মহিলারা। ২০২৩ সালে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট নামক এই প্রকল্প চালু করেন কেন্দ্রীয় সরকার। ভালো রিটার্ন পাওয়ার জন্য দুর্দান্ত এই যোজনা। এই স্কিমে দু বছরে দু লাখ টাকা পর্যন্ত জমা করতে পারবেন মহিলারা। এমনকি বার্ষিক ৭.৫০ হারে সুদ পাওয়া যায়। এছাড়াও টিডিএসেও ছাড় পাওয়া যায়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।